UGC NET 2018: আগামী ৩১ ডিসেম্বর NET পরীক্ষার আনসার কী প্রকাশ করবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
NTA-এর তরফে এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেস ডট কমকে জানিয়েছেন, "যেহেতু ১০ জানুয়ারি ফলাফল প্রকাশ হবে সে কারণে ৩১ ডিসেম্বর আনসার কী প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট nta.ac.in-এ গিয়ে পরীক্ষার্থীরা আনসার কী দেখতে পারবেন।
শনিবার NTA -এর ডিরেক্টর ভিনীত যোশি জানিয়েছেন নির্ধারিত দিন অনুযায়ী, অর্থাৎ আগামী ১০ জানুয়ারি, ২০১৯-এ প্রকাশিত হবে NET পরীক্ষার ফলাফল।
আরও পড়ুন: CBSE CTET 2018 Answer Keys: আগামী সপ্তাহে মিলবে CTET পরীক্ষার আনসার কী
এ প্রসঙ্গে ভিনীত যোশী জানিয়েছেন “যদিও এবছরই প্রথম পরীক্ষাগুলি পরিচালনা করছে, তবে এটা আমাদের কাছে গর্বের যে, এখন পর্যন্ত কোনও অভিযোগ আসেনি।"
প্রসঙ্গত, প্রায় ১.৮ লক্ষ প্রার্থী এ বছর UGC NET পরীক্ষায় আবেদন করেছিলেন। পরীক্ষা হয়েছিল ২২ ডিসেম্বর। এই প্রার্থীদের মধ্যে প্রথমদিনের পরীক্ষায় বসেছিলেন ৬৫.৩ শতাংশ প্রার্থী এবং দ্বিতীয় দিনের পরীক্ষায় বসেছিলেন ৭২.৮ শতাংশ প্রার্থী।
Read the full story in English