CBSE UGC NET 2018: আজই ইউজিসি পরীক্ষার ফলাফল প্রকাশ করবে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। অগস্টের চতুর্থ সপ্তাহে উত্তরপত্র (ওএমআর শীট) এবং অ্যান্সার কী প্রকাশ করবে বোর্ড। পরীক্ষার্থীরা তা দেখতে পাবেন বোর্ডের cbsenet.nic.in-এ গিয়ে। রেজাল্ট জানতে ভিজিট করুন cbsenet.nic.in ওয়েবসাইটে। বছরের তুলনায় এ বছর নেক আগেই প্রকাশিত হচ্ছে ফলাফল।
How to check CBSE UGC NET Exam Result 2018
রেজাল্ট জানতে কী করবেন
১. ইউজিসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যান
২. হোম পেজে "UGC NET July Result 2018" লেখাটির ওপর ক্লিক করুন
৩. একটি নতুন পেজ খুলবে
৪. এবার প্রয়োজনীয় তথ্য দিন
৫. রেজাল্টটি ডাউনলোড করে রাখুন। প্রয়োজনে প্রিন্টআউট নিয়ে নিন।
এই বছরের ৮ জুলাই ৮৪টি বিষয়ে ৯১টি নির্বাচিত শহরে ইউজিসি নেট পরীক্ষাটি সম্পন্ন হয়। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,৪৮,২৩৫ যা ইউজিসির রেকর্ড অনুযায়ী এখনও অব্দি সবচেয়ে বেশি। সুষ্ঠ ভাবে পরীক্ষা পরিচালনার জন্য সারা দেশের ২০৮২টি পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা করে সিবিএসই। প্রতিটি কেন্দ্র মিলিয়ে পর্যবেক্ষকের সংখ্যা ছিল মোট ২৮৬৪ জন ও বোর্ড কর্মকর্তার সংখ্যা ছিল ৬৭৫ জন। ৯১ টি শহরে ৮৪ টি বিষয়ে ইউজিসি নেট পরীক্ষা নেয় সিবিএসই।
আরও পড়ুন: প্রেসিডেন্সিতে ছাত্র আন্দোলন, ফের নতি স্বীকার কর্তৃপক্ষের
রিসার্চ ফেলোশিপ এবং বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে সহকারি অধ্যাপক নিয়োগের জন্য ইউজিসির হয়ে এই পরীক্ষা পরিচালনা করত সিবিএসই বোর্ড। কেন্দ্রীয় সরকারে পরিকল্পনা অনুযায়ী, ইউজিসি নেট পরীক্ষা পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন তৈরি ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে (এনটিএ)৷ কাজেই জুলাই মাসের পরীক্ষাটিই সিবিএসই বোর্ড দ্বারা পরিচালিত শেষ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট৷ জানানো হয়েছে এই বছরের ডিসেম্বর মাসে আগামী ইউজিসি নেট পরীক্ষা হবে৷ ন্যাশনাল টেস্টিং এজেন্সি পরিচালিত এটিই প্রথম পরীক্ষা হবে৷ নেট ছাড়া জেইই মেইন, নিট, সিএমএটি এবং জিপিএটির মতো প্রতিযোগীতামূলক জাতীয় পরীক্ষাগুলি পরিচালনা করবে এনটিএ৷