Advertisment

UGC NET 2024 Exam Dates: লাখ লাখ পরীক্ষার্থীর মুখে ফিরল হাসি! NTA-র ঘোষণায় বিরাট স্বস্তি

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC-NET) 2024 জুন সেশনে বাতিল পরীক্ষায় নতুন তারিখ ঘোষণা করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"Breaking News,NTA,UGC NET 2024,UGC NET 2024 Dates,UGC NET Exam 2024"

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC-NET) 2024 জুন সেশনে বাতিল পরীক্ষায় নতুন তারিখ ঘোষণা করেছে।

UGC NET 2024 Exam Dates: প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় পরীক্ষার পরদিনই বাতিল করা হয়েছিল ইউজিসি নেট। এর একদিন পর বাতিল করা হয় সিএসআইআর। শুক্রবার গভীর রাতে বাতিল হওয়া পরীক্ষার নতুন দিন ঘোষণা করল জাতীয় টেস্টিং এজেন্সি (এনটিএ)।

Advertisment

ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন-ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (UGC-NET) 2024 জুন সেশনে বাতিল পরীক্ষায় নতুন তারিখ ঘোষণা করেছে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুসারে, UGC NET পরীক্ষা ২১ শে আগস্ট থেকে ৪ঠা সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। NCET 2024 পরীক্ষা ১০ জুলাই অনুষ্ঠিত হবে। জয়েন্ট CSIR UGC NET 2024 পরীক্ষা ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট (AIAPGET) 2024 পূর্ব নির্ধারিত ৬ জুলাই অনুষ্ঠিত হবে। এর আগে, UGC NET 2024 এর জুন শিফটের পরীক্ষা ১৮ জুন দুটি শিফটে অনুষ্ঠিত হয়, তবে, ১৯ জুন প্রশ্নপত্র ফাঁসের আশঙ্কায় পরীক্ষা বাতিল করা হয়েছিল। দেশের প্রায় ৩১৭টি শহরে দুটি শিফটে ৯ লাখেরও বেশি প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন : < East-West Metro: গঙ্গার নীচে মেট্রো যাত্রা পুরো জমে ক্ষীর! বিনোদনের ঢালাও আয়োজন এবার হাতের মুঠোয় >

NTA অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি শুক্রবার গভীর রাতে UGC-NET (ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট) 2024-এর নতুন তারিখ ঘোষণা করেছে। UGC NET পরীক্ষা 21 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। জয়েন্ট CSIR- UGC NET-এর স্থগিত পরীক্ষা 25 থেকে 27 জুলাই CBT মোডে অনুষ্ঠিত হবে। এনটিএর অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে। চার বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে (আইটিইপি) ভর্তির জন্য জাতীয় সাধারণ প্রবেশিকা পরীক্ষা (এনসিইটি) স্থগিত করা হয়েছিল, এই পরীক্ষাটি শুধুমাত্র সিবিটি মোডে ১০ জুলাই অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য প্রশ্নপত্র ফাঁস রুখতে ফের পুরনো পদ্ধতিতেই ফিরতে হল এনটিএকে। আগের পরীক্ষায় পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছিল ওএমআর শিটে। এনটিএ জানিয়েছে, এ বার পরীক্ষা হবে কম্পিউটারে অর্থাৎ কম্পিউটার বেসড্‌ টেস্ট (সিবিটি)। বিস্তারিত তথ্যের জন্য পরীক্ষার্থীদের www.nta.ac.in –এ নজর রাখতে বলা হয়েছে।

UGC Net
Advertisment