ইউজিসি নেটের সমগ্র প্রক্রিয়াতেই আলগা ভাব ছিল প্রচুর। তবে জানানো হয়েছিল দেরি করে হলেও সঠিক ভাবেই পরীক্ষার পরবর্তী কর্মসূচি দেখানো হবে। নিয়ম অনুযায়ী, উত্তর পত্রের একটি কপি পরীক্ষার্থীদের মেল আইডিতে পাঠানো হয়। এবারও তার ব্যতিক্রম নয়। ন্যাশনাল এলজিবিটি টেস্ট এর পক্ষ থেকে answer key অথবা উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। তাদের অফিসিয়াল সাইট থেকেই সম্পূর্ণ উত্তরপত্র ডাউনলোড করা যাবে। আগামী ২৪ শে জানুয়ারি পর্যন্ত পুনরায় রি চেক অথবা অবজেকশন জানানো যাবে।
ফেজ ওয়ান, ফেজ টু এবং ফেজ থ্রি তিন দফার উত্তরপত্র প্রকাশ করা হয়েছে। শুধু উত্তরপত্র নয়, তার সঙ্গে প্রশ্নপত্র এমনকি কোন উত্তরটি ঠিক, সেটির প্রসঙ্গেও জানানো হয়েছে। কীভাবে নিজের অবজেকশন জানাতে পারবেন পরীক্ষার্থীরা?
২৪ শে জানুয়ারির মধ্যে, ১০০০ টাকা ( প্রতি প্রশ্ন ) পরিবর্তে তারা চ্যালেঞ্জ করতে পারবেন। এবং অবশ্যই শিক্ষার্থীকে নিজেকেই এই কাজ করতে হবে। সঙ্গে সবরকম ডকুমেন্ট সঠিকভাবে আপলোড করতে হবে। তথ্য ভুল দিলে চলবে না। বিষয়ের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞের দ্বারা সেটিকে পুনরায় খতিয়ে দেখা হবে। যদি উত্তরটিকে তারা সঠিক বলেই গণ্য করেন তবে চ্যালেঞ্জের সেই টাকা শিক্ষার্থীকে ফেরত দেওয়া হবে।
< https://cdn.thepublive.com/indian-express-bangla/media/pdf_files/0035231eab89af1d1566fe5d777dadc557ea92cecff4ed2273af38dace93615f.pdf >
কিভাবে answer key ডাউনলোড করবেন?
ইউজিসি নেটের অফিসিয়াল সাইটে প্রবেশ করুন।
ইউজিসি নেট answer key ২১' এর অপশনে ক্লিক করুন।
লগিন ডিটেইলস দিন, সাবমিট করুন।
স্ক্রিনে সেটি প্রদর্শিত হবে।
ভাল করে দেখে নিয়ে সেটিকে ডাউনলোড করুন।
ভুল দেখলেই সঙ্গে সঙ্গে আবেদন করুন।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন