Advertisment

NEET-UG 2024 Case: শীর্ষ আদালতে NEET কান্ডে তদন্ত রিপোর্ট জমা CBI-র, কারচুপির বিষয়ে কী বলল কেন্দ্র? প্রশ্ন ফাঁসের ভিডিও জাল?

শীর্ষ আদালতে NEET কান্ডে তদন্ত রিপোর্ট জমা CBI-র

author-image
IE Bangla Web Desk
New Update
UGC-NET ‘paper leak’: Evidence was doctored, finds CBI investigation

UGC-NET দুটি সেশনে অনুষ্ঠিত হয়; প্রথম অধিবেশন ছিল সকাল 9.30 টা থেকে 12.30 টা পর্যন্ত এবং দ্বিতীয়টি বিকাল 3 টা থেকে 6 টা পর্যন্ত।

NEET-UG 2024 Case: NEET UG বাতিলের দাবি সহ একাধিক পিটিশনের প্রেক্ষিপ্তে আজ ১১ জুলাই সুপ্রিম কোর্টে শুনানি শুরু হয়েছে। NEET UG পরীক্ষা বাতিল করে পরীক্ষা আবার নেওয়া হবে নাকি NEET কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে আজ আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। NEET UG পরীক্ষা 2024-এ উপস্থিত প্রায় ২৪ লক্ষ প্রার্থীর ভবিষ্যতের বিষয়ে আজ আদালত সিদ্ধান্ত নিতে চলেছে। সিজেআই ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের একটি বেঞ্চ সুপ্রিম কোর্টে এনইইটি মামলার শুনানি করছে। আদালতের সিদ্ধান্তের আগে, NEET UG নিয়ে দুটি বড় আপডেট বেরিয়ে এসেছে। একটি যেখানে কেন্দ্র এনইইটি প্রশ্নপত্রের ফাঁসকে বড় আকারে প্রশ্ন ফাঁসের ঘটনা বলে অস্বীকার করেছে এবং অন্যটিতে এনটিএ বলেছে যে সোশ্যাল মিডিয়া অ্যাপ টেলিগ্রামে ভাইরাল হওয়া NEET প্রশ্নপত্রের ভাইরাল ভিডিও জাল। এ ক্ষেত্রে এনটিএর পক্ষ থেকে আদালতে প্রমাণও পেশ করা হয়েছে। এনটিএ জানিয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ভাইরাল ভিডিওটি ভুয়ো। ভিডিওটি এডিট করা হয়েছে এবং এর টাইমিং টেম্পার করা হয়েছে।

Advertisment

NEET-তে কোনও অনিয়ম হয়নি, কেন্দ্র সুপ্রিম কোর্টে কারচুপির বিষয়টিকে একেবারে অস্বীকার করেছে। পাশাপাশি বৃহস্পতিবার সিবিআই সুপ্রিম কোর্টে হলফ নামা দাখিল করে জানিয়েছে NEET 2024- প্রশ্ন পত্র ফাঁসের ঘটনা একেবারে স্থানীয় স্তরে ঘটেছে। সমাজ মাধ্যেম এই পরীক্ষার কোন প্রশ্ন পত্র ফাঁস হয়নি। NEET-প্রশ্ন ফাঁস মামলায় সুপ্রিম কোর্টের শুনানি আজ বৃহস্পতিবার, ১১ জুলাই হওয়ার কথা। তবে এর আগেও, NEET UG 2024- নিয়ে সামনে এসেছে দুটি বড় আপডেট। কেন্দ্রীয় সরকার এবং NTA উভয়ই এবিষয়ে আদালতে তাদের হলফনামা দাখিল করেছে। উভয় পক্ষের উত্তরে জানিয়েছে NEET UG পরীক্ষার কোন অনিয়মের ঘটনা ঘটেনি। আজ আবার CJI DY চন্দ্রচূড়ের বেঞ্চে NEET-এর শুনানি হতে চলেছে।

নিট কাণ্ডে সুপ্রিম কোর্টে 'স্ট্যাটাস রিপোর্ট' পেশ করল সিবিআই। প্রশ্ন ফাঁসের ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করেছে সিবিআই। দুদিন আগে পাটনা থেকে এক প্রার্থী সহ আরও দু'জনকে গ্রেফতার করেছিল তদন্তকারী সংস্থা। এখনও পর্যন্ত এই বিষয়ে সিবিআইয়ের তরফে ৬টি এফআইআর দায়ের করা হয়েছে। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই),NEET-UG-এর কথিত পেপার ফাঁস মামলার তদন্ত করছে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে তার স্ট্যাটাস রিপোর্ট দাখিল করেছে। সিবিআই সিল কভারে এই রিপোর্ট দাখিল করেছে। পেপার ফাঁস মামলার শুনানিও আজ সুপ্রিম কোর্টে।

এর আগে সুপ্রিম কোর্টে হলফনামা দাখিল করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। এনটিএ হলফনামায় বলেছে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রশ্নপত্র প্রস্তুত করার জন্য কঠোর নিরাপত্তা পদ্ধতি অনুসরণ করা হয়। অনেক বিষয় বিশেষজ্ঞের উপস্থিতিতে তা প্রস্তুত করা হয়। সেগুলো সিল করা খামে রাখা হয়। প্রিন্টিং সিসিটিভি নজরদারির অধীনে করা হয়। কড়া নিরাপত্তায় এবং জিপিএস ট্র্যাকার ও ডিজিটাল লক দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র পাঠানো হয়।

আরও পড়ুন- < NEET-UG 2024 Case: শীর্ষ আদালতে NEET কান্ডে তদন্ত রিপোর্ট জমা CBI-র , কারচুপির বিষয়ে কী বলল কেন্দ্র? প্রশ্ন ফাঁসের ভিডিও জাল? >

NEET পরীক্ষার পরবর্তী শুনানি আজ সুপ্রিম কোর্টে হতে চলেছে। আমরা আপনাকে জানিয়ে রাখি যে ৮ জুলাই সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই বিষয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছিল। আজ দ্বিতীয়বারের মতো এই মামলার শুনানি হবে CJI বেঞ্চে। গত শুনানিতে এনটিএ, সরকার, সিবিআই এবং ছাত্রদের কাছে এই বিষয়ে কিছু প্রশ্নের উত্তর চেয়েছিল সুপ্রিম কোর্ট। চারতরফে জবাব দাখিলের পর আজ আবার শুনানি হওয়ার কথা। প্রায় ২৪ লক্ষ প্রার্থী NEET পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এমতাবস্থায় সবার নজর শুনানির দিকে। এখানে লাইভ আপডেট জানুন-

সিল করা খামে সিবিআই রিপোর্ট দাখিল।
বিকেলে সুপ্রিম কোর্টে NEET মামলার শুনানি শুরু হবে।
কেন্দ্রীয় সরকার বলেছে- পরীক্ষার বিষয়ে সিস্টেম ব্যর্থ হয়নি।
কেন্দ্রীয় সরকার বলেছে – সমস্ত রাজ্যে প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি।
সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা উচিত নয়- সরকার

কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে দাখিল করা তার উত্তরে স্পষ্ট করেছে যে তারা NEET পরীক্ষা পুনরায় আয়োজনের পক্ষে নয়।

cbi NEET-UG
Advertisment