মাত্র দুলাইনের বিজ্ঞপ্তিতে ২৮ অগাস্টের সমস্ত পরীক্ষা বাতিল করল কলকাতা বিশ্ববিদ্য়ালয়। পরীক্ষা নিয়ামক. জয়ন্ত সিনহার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কোনও কারণও উল্লেখ করা হয়নি। এই পরীক্ষা বাতিলের বিজ্ঞপ্তি নিয়েই যাবতীয় বিতর্ক সৃষ্টি হয়েছে। এসএফআই অভিযোগ করেছে, ২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে জোর করে নিয়ে যাওয়ার জন্য়ই পরীক্ষা বাতিল করা হয়েছে। এবিষয়ে মন্তব্য় করতে চাননি কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক।
কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের পরীক্ষা নিয়ামক মাত্র দুলাইনের বিজ্ঞপ্তিতে লিখেছেন ২৮ অগাস্টের সব পরীক্ষা বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ পরে ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ২৪ অগাস্ট। এক্ষেত্রেও অভিযোগ উঠেছে শুক্রবার কখন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে অনেকের চোখেই পড়েনি। এদিকে ২৮ অগাস্ট মেয়ো রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেখানে প্রধান বক্তা হিসাবে হাজির থাকবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের এই সেই বিজ্ঞপ্তি।
এসএফআইয়ের রাজ্য় সম্পাদক সৃজন ভট্টাচার্য অভিযোগ করেছেন, “সরকার শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাব্য়বস্থাকে বুলডোজ করছে। দুঃখজনক বিষয় যে শিক্ষাবিদরা ক্য়াম্পাসের দায়িত্বে তাঁরা শিরদাঁড়া বিক্রি করে দিয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশে ওরা ধমক দিয়ে লোক নিয়ে যাবে। এই কারণে পরীক্ষা বাতিল করে দেওয়া হল। সাধারন ছাত্র-ছাত্রীরা যেভাবে অসুবিধায় পড়ল, এটা অনভিপ্রেত।’’ সুশীল সমাজকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আবেদন জানিয়েছেন সৃজন।
এদিকে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক লগ্নজিতা চট্টোপাধ্য়ায়কে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে কোনও মন্তব্য় করতে অস্বীকার করেন। তিনি বলেন, “এ বিষয়ে কিছু বলব না।’’