মহামারী পরিস্থিতিতে শিক্ষাব্যবস্থাকে ডিজিটাল করার পক্ষে কেন্দ্রীয় বাজেটে জোর দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন একদিকে যেমন নতুন ২০০টি টেলিভিশন চ্যানেল শুরুর ঘোষণা করেছেন, তেমনই জানিয়েছেন ডিজিটাল বিশ্ববিদ্যালয় তৈরির কথাও।
বাজেটে নির্মলা 'শিক্ষা-বন্ধ' হওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। কিন্তু বাস্তবের নিরিখে শিক্ষা নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা কতটা প্রাসঙ্গিক? বিশ্লেষণ করলেন শিক্ষাবিদরা।
ভৌগলিক ও ডিজিটাল বৈষম্য দূরীকরণের চেষ্টা-
মহামারিকালে শিক্ষায় প্রভূত ক্ষতি হয়েছে। যা পূরণে আঞ্চলিক ভাষায় শিক্ষাদানের কথা বলা হয়েছে কেন্দ্রীয় বাজেটে। যা শিক্ষাবিদদের দ্বারা প্রশংসিত।
ব্যাঙ্গালুরুর কানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের এমডি শ্বেতা শাস্ত্রী এপ্রসঙ্গে বলেছেন, 'শিক্ষায় ডিজিটাল শিক্ষার প্রসারে জোর দেওয়া বাস্তবসম্মত সিদ্ধান্ত। ই-বিদ্যার অধীনে ২০০ অনলাইন চ্যানেল সম্প্রসারণ বিপুল সংখ্যক শিক্ষার্থীদের কাছে অনলাইন শিক্ষার দিগন্ত খুলে দেবে। আঞ্চলিক ভাষায় শিক্ষার ফলেফের গ্রামীণ এলাকায় শিক্ষাগ্রহণে উৎসাহ বাড়বে।'
আইআইএম আমেদাবাদের অর্থনীতির অধ্যাপক তরুণ জৈন বলেছেন, 'অর্থমন্ত্রী গত দুই বছরের শিক্ষার ক্ষতি পূরণে অতিরিক্ত টিভি চ্যানেলের (পিএম ই-বিদ্যা) মাধ্যমে শিক্ষার কথা বলেছেন। আমাদের দেশের জনসংখ্যার নিরিখে অবশ্য এই সংখ্যা খুবই কম। স্কুলের গুণমান উন্নয়নে বাস্তবে উপলব্ধির জন্য আরও বিনিয়োগের প্রয়োজন।'
দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণে ই-ল্যাব
বিআইটিএস পিলানির সিইও রাজীব ট্যান্ডন বলেছেন যে, 'অনলাইনে দক্ষতা বাড়িয়ে পড়াশুনো চালিয়ে যাওয়া ভালো, কিন্তু আমাদের মত দেশে ইন্টারনেট, অনলাইন সিস্টেমের ধারণ শক্তি কতটা মজবুত তাও বিবেচনা করা প্রয়োজন।'
ই-পাসপোর্ট সুবিধা বিদেশে পড়াশুনার জন্য আশীর্বাদ
লিপ স্কলারের সহপ্রতিষ্ঠাতা বৈভব সিং বলেছেন, 'এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বহু পড়ুয়া বিদেশে যাওয়ার আগে হয়রানির শিকার হয়ে থাকেন। যা কমবে বলেই আশা। '
শিক্ষা ঋণের সুদের হার অপরিবর্তিত রয়েছে
গুরগাঁও-এর গ্রেট লেকস ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ডিরেক্টার দেবাশিস সান্যাল বলেন, 'পড়ুয়া ওঅভইভাবকদের এই পদক্ষেপ হতাশ করেছে। মহামারীর কারণে, অনেক শিক্ষার্থী এবং তাদের পরিবার গুরুতর আর্থিক সংকটের মধ্যে রয়েছে। তাঁদের কথা কেন্দ্রীয় বাজেটে ভাবা হয়নি। ফলে ঋণ নিয়ে পড়াশুনোয় উৎসাহ কমতে পারে।'
ডিজিটাল ইউনিভার্সিটি চালু
T.I.M.E.-এর প্রতিষ্ঠাতা মানেক দারুওয়ালার কথায়, 'সময়ের সঙ্গে তাল মিলিয়ে ডিজিটাল বিশ্ববিদ্যালয় চালুর ঘোষণা সাধুবাদযোগ্য। এটা দূরদর্শী পদক্ষেপ।'
ওসওয়াল বুকসের সিইও প্রশান্ত জৈন বলেছেন, 'সরকার কর্তৃক চালু করা সমস্ত উদ্যোগ অভিনব কিন্তু তাদের বেশিরভাগই হয়তো আগামীতে দিনের আলো দেখতে পাবে না। বর্তমানে সরকারকে নিশ্চিত করতে হবে যে স্কুল এবং উচ্চশিক্ষার জন্য বাজেট বরাদ্দ মহামারিতে শিক্ষার ক্ষতি কাটিয়ে উঠতে দক্ষতার সাথে সম্পন্ন করা হয়েছে।'
Read in English