কয়েকদিন আগে টুইট করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন বছরের শেষদিন সন্ধে ছটায় ২০২১ সালের CBSE পরীক্ষার সূচি প্রকাশিত হবে। সেই কথা মতো এদিন টুইট করে পরীক্ষার সূচি ঘোষণা করলেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে মে মাসের ৪ তারিখ থেকে। চলবে ১৪ জুন পর্যন্ত। পরীক্ষার ফলাফল ঘোষণা হবে ১৫ জুলাই।
চলতি বছর করোনা ভাইরাসের প্রভাবে দীর্ঘ ৯ মাস ধরে বন্ধ স্কুল। ফলে CBSE, ICSE-সহ কেন্দ্রীয় বোর্ডের পড়ুয়াদের মূল্যায়ণ হয়েছিল ইন্টারনাল অ্যাসেসমেন্টের ভিত্তিতে। সেইমতো মার্কশিটও দেওয়া হয়। এই অবস্থায় আগামী বছর কীভাবে বোর্ড পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে আলোচনা করতে সম্প্রতি শিক্ষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেও বসেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। জল্পনা বাড়ে যে- নতুন বছরের গোড়াতেই হয়ে যেতে পারে CBSE, ICSE বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা।
আরও পড়ুন মাধ্যমিক ২০২১-র সূচি প্রকাশিত, পরীক্ষা ১-১০ জুন
যদিও এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, আগামী বছর জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে CBSE পরীক্ষা হবে না। করোনা পরিস্থিতি বিবেচনা করেই সব সিদ্ধান্ত নেওয়া হবে। পরিকাঠামোগত দুর্বলতার কথা জানিয়ে অনলাইন পরীক্ষা নেওয়ার কথাও খারিজ করে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেই মতো এদিন তিনি জানিয়ে দিলেন, মে মাসে হবে পরীক্ষা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন