Advertisment

একাধিক নতুন 'কেন্দ্রীয় বিদ্যালয়' তৈরি হবে ভারতে

রবিবার এইচআরডি মন্ত্রী টুইট করে জানান দেশে মোট কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Students of Kendriya Vidyalaya No 1 salt lake city Kolkata listening Prime Minister Narendra Modi's address and interaction with the student on the occasion of Teachers Day through television and projector on Friday. Express Photo by Partha Paul. Kolkata. 05.09.14.

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’ দেশে চারটি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি করার কথা ঘোষণা করেছে। নতুন কেন্দ্রীয় বিদ্যালয়গুলি হবে- কেভি এসএসবি চম্পাওয়াত, কেভি রেলওয়ে ডাঙ্গোয়াপোসি, কেভি মধুপুরী এবং কেভি সুমেরপুর।

Advertisment

রবিবার এইচআরডি মন্ত্রী টুইট করে জানান দেশে মোট কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা। চারটি নতুন স্কুল অন্তর্ভুক্ত করে দেশে মোট কেন্দ্রীয় বিদ্যালয়ের সংখ্যা হল ১,২৩৯ টি।

মন্ত্রী শিক্ষার্থী ও অভিভাবকদেরও অভিনন্দন জানিয়ে বলেন, "আমি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় থেকে উপকৃত সকল শিক্ষার্থী এবং অভিভাবকদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই এবং আশা করি যে আমাদের কেন্দ্রীয় বিদ্যালয়গুলি দেশের প্রতিটি কোণে শিক্ষার আলো ছড়িয়ে দিতে থাকবে।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Advertisment