UPSC Preparation Tips: ছাড়েন সরকারি চাকরি, কোভিডও বাধা দিতে পারেনি সাফল্যে, জানুন জাগৃতির IAS হওয়ার কাহিনী
UPSC Topper: স্বপ্ন সফল করার জন্য কঠোর পরিশ্রম এবং প্রস্তুতির সেরা উদাহরণ হলেন জাগৃতি। পেশায় ইঞ্জিনিয়ার এই তরুণী সরকারি চাকরি ছেড়ে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। শেষপর্যন্ত সফল হয়েছেন তিনি। আজ তাঁরই সাফল্যের কাহিনী জানব আমরা।
UPSC Topper: দেশের প্রশাসনিক ব্যবস্থার মূলস্তম্ভ হল প্রশাসনিক আধিকারিকরা। IAS, IPS আধিকারিকরা হলেন দেশের প্রশাসন ব্যবস্থার স্তম্ভ। দেশসেবার জন্য কঠোর পরিশ্রম করে IAS, IPS আধিকারিক হওয়ার জন্য প্রস্তুতি নেন পড়ুয়ারা। প্রচুর সম্মান পান তাঁরা। বহু পড়ুয়ার স্বপ্ন থাকে UPSC পরীক্ষা সফল হওয়ার। অনেক লোভ, মায়া ত্যাগ করতে হয় সেই স্বপ্ন সফল করার জন্য। যাঁরা এটা করতে পারেন তাঁরাই সফল হন।
Advertisment
সেইরকমই স্বপ্ন ছিল জাগৃতি অবস্থির। স্বপ্ন সফল করার জন্য কঠোর পরিশ্রম এবং প্রস্তুতির সেরা উদাহরণ হলেন জাগৃতি। পেশায় ইঞ্জিনিয়ার এই তরুণী সরকারি চাকরি ছেড়ে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। শেষপর্যন্ত সফল হয়েছেন তিনি। আজ তাঁরই সাফল্যের কাহিনী জানব আমরা।
ভোপালের বাসিন্দা জাগৃতির পরিবারে রয়েছে মা-বাবা এবং ভাই। মা স্কুলশিক্ষিকা ছিলেন। বাবা হোমিওপ্যাথি ডাক্তার। ভাই ডাক্তারি নিয়ে পড়ছেন। মূলত সায়েন্স নিয়ে পড়াশোনা করারা পর ২০১৬ সালে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পান। ওই বছর GATE-এ সর্বভারতীয় স্তরে সাফল্য পান জাগৃতি। এরপরই সরকারি সংস্থা BHEL-এ চাকরি পান তিনি।
কিন্তু তাঁর স্বপ্ন চিল IAS হওয়ার। চাকরিরত অবস্থায় পরীক্ষা দিয়ে লাভ হয়নি। পাশ করতে পারেননি জাগৃতি। কাজের পরিশ্রমের সঙ্গে তাল মিলিয়ে প্রস্তুতি নিতে পারেননি তিনি। তখনই জীবনের একটা বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেন। মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে দেন তিনি। তার পর UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন।
২০১৯ সালে দিল্লিতে গিয়ে UPSC পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তবে কোভিড অতিমারীর কারণে স্বপ্ন ধাক্কা খায়। বাধ্য হয়ে ফিরে আসেন ভোপালে। এর পর অনলাইনে প্রস্তুতি নিতে শুরু করেন। চরম অধ্যবসায় আর হার না মানা জেদের ফল মেলে শীঘ্রই। ২০২১ সালে সাফল্য পান। সারা ভারতে দ্বিতীয় স্থান পান জাগৃতি অবস্থি। মহিলা পরীক্ষার্থীদের মধ্যে তিনিই ছিলেন সেরা।