Advertisment

WBCHSE HS Result 2023 Declared: দিনে চার ঘণ্টা পড়েই উচ্চমাধ্যমিকে প্রথম, কোন বিষয়ে ঝোঁক শুভ্রাংশুর?

তথাকথিত বিজ্ঞানের ছাত্র না হয়েও অসামান্য ফলাফল তাঁর

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal HS Result 2023, wb HS Result 2023 Out, wbchse, wbchse hs result, wbresults nic in, wbhs result, wbchse result 2023 declared, wbresults nic in 2023,wb class 12 result 2023 declared, wb board result 2023 out, wb board result 2023 class 12th,, West Bengal 12th Result 2023,পশ্চিমবঙ্গ এইচএস ফলাফল 2023, wb এইচএস ফলাফল 2023 আউট, wbchse, wbchse hs ফলাফল, wbhs ফলাফল, wbchse ফলাফল 2023 ঘোষণা

উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। ছবি- পার্থ পাল

এবছর উচ্চমাধ্যমিকে এককভাবে প্রথম শুভ্রাংশু সর্দার। তথাকথিত বিজ্ঞান বিষয়ে পড়াশোনা না হলেও তাঁর রেজাল্ট নজরকাড়া। অর্থনীতি, স্ট্যাটাসটিক্স, অঙ্ক এবং কম্পিউটার... চারটে বিষয়েই কামাল করেছে সে। কিরকম লাগছে তাঁর?

Advertisment

সংবাদমাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী দিনে অর্থনীতি নিয়েই পড়তে চান। বললেন, "বড় পরীক্ষা, প্রথম হয়েছি, খুব ভাল! দারুণ লাগছে। ফার্স্ট হব আশা করিনি। বাবা মা শোনার পর কেঁদে ফেলেছিলেন। কিন্তু খবর শুনতে দি নি"। উচ্চ মাধ্যমিকে প্রথম বলে কথা, নিশ্চই পড়াশোনায় অনেক সময় ব্যয় করেছেন! কিন্তু উত্তরে যা বললেন...

আরও পড়ুন < WBCHSE results 12th 2023 Declared: ২০২৪-এ কবে থেকে শুরু উচ্চমাধ্যমিক, বিরাট আপডেট দিল শিক্ষা সংসদ >

"পড়াশোনাটা ম্যাটার করে না। সত্যি বলছি, কীভাবে পড়া হচ্ছে, সেটা দেখা উচিত। গোটা দিনে ৪টে ঘণ্টা দিলেই সম্ভব। ভাল না লাগলে করো না। বইয়ের দিকে তাকিয়ে থাকলেই হল না। যখন মন থাকবে তখন পড়াশোনা। টাইম ম্যানেজমেন্ট হলে ভাল। সামনে আরও অনেক বড় পরীক্ষা রয়েছে, তাতে এগুলো খুব প্রয়োজন।"

wbchse result 2023 | wb hs result 2023 live | wb 12th result 2023
স্কুলে শুভ্রাংশু - ছবি: পার্থ পাল

সারাজীবন স্কুলের কাছ থেকেই অফুরান সাহায্য পেয়েছেন। টিউশনি কী বিষয় তিনি জানেনই না। শিক্ষকদের সাহায্যই আজকে তাঁর সাফল্যের চাবিকাঠি। খুব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে শুভ্রাংশু, পড়াশোনা ছাড়াও বই পড়তে ভালবাসেন। সামনে অঢেল স্বপ্ন তাঁর।

Education HS result
Advertisment