WB HS Result 2024: বুধবার উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ। ফল জানতে আর স্কুলে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে বা এসএমএসের মাধ্যমেই ফলাফল জানা যাবে (How to Check WB HS Result 2024?)। প্রাপ্ত নম্বরও জানতে পারবেন পরীক্ষার্থীরা।
সংসদের তরফে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর অনলাইনে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল জানতে পারবে পরীক্ষার্থীরা। wbresults.nic.in, wbchse.wb.gov.in ওয়েবসাইটগুলোর মাধ্যমে জানা যাবে ফলাফল। পুরো ফলাফল পিডিএফ আকারে ডাউনলোডও করতে পারবেন পরীক্ষার্থীরা। ওয়েবসাইটগুলিতে নিজেদের রোল নম্বর দিলেই হাতেনাতে পাবেন ফলাফল।
wbresults.nic.in. -এই ওয়েবসাইটে শুরুতে রোল নম্বর ও জন্ম তারিখ দিলেই ফলাফল বেরিয়ে আসবে। মার্কশিটও দেখে নিতে পারবেন পড়ুয়ারা। কোন বিষয়ে কত নম্বর, তাও স্পষ্ট হয়ে যাবে।
আরও পড়ুন- West Bengal HS Result 2024: কবে বেরবে এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল? কীভাবেই বা জানবেন?
ওয়েবসাইট খুলেই ২০২৪-র রেজাল্ট-এর লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর ফলাফলের পেজ খুলে যাবে। সেখানেই রোল নম্বর ও জন্ম তারিখ দিয়ে সাবমিট করতে হবে। প্রাপ্ত নম্বর ও গ্রেড দেখে নিয়ে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।
এছাড়া এসএমএস করেও উচ্চমাধ্যমিকের ফল জানা যায় (WB HS Result 2024 via SMS)। মোবাইল ফোনের Write Message-এ গিয়ে লিখতে হবে WB12। এরপর স্পেস দিয়ে লিখতে হবে রোল নম্বর। এই এসএমএস পাঠাতে হবে 5676750 বা 58888 নম্বরে।