WB Madhyamik Result 2024: ২রা মে (বৃহস্পতিবার) চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হবে। গত শুক্রবারই ঘোষণা করেছে মধ্যশিক্ষা পর্ষদ। আগামী বৃহস্পতিবার সকাল ৯টা সাংবাদািক বৈঠক করে পর্ষদ সভাপতি ফলাফল ঘোষণা করবেন। সকাল পৌনে দশটা থেকে পর্ষদের ওয়েবসাইটে ফলাফল দেখতে পাবেন পরীক্ষার্থীরা। সকাল ১০টা থেকে ওয়েবসাইটেই মিলবে মার্কশিট, সার্টিফিকেট।
স্কুলে না গিয়ে যেভাবে ওয়েবসাইটে মাধ্যমিকের ফলাফল জানা যায় তা একনজরে দেখে নেওয়া যাক (How to Check WB Madhyamik Result 2024?)।
পর্ষদ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, wbresults.nic.in ও wbbse.wb.gov.in — এই দুই অফিশিয়াল ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার্থীরা রেজাল্ট ডাউনলোড করতে পারবেন।
কীভাবে রেজাল্ট দেখবেন পরীক্ষার্থীরা?
ওয়েবসাইটে লগ-ইন ক্রেডেনসিয়ালে রোল নম্বর, ডেট অব বার্থ দিয়ে পরীক্ষার্থীরা ফলাফল দেখতে পারবেন। সেখান থেকেই মার্কশিটের পিডিএফ নামাতে পারবেন তারা।
ধাপে ধাপে দেখতে হবে রেজাল্ট
- অফিশিয়াল ওয়েবসাইট wbresults.nic.in ও wbbse.wb.gov.in ক্লিক করুন
- WBBSE মাধ্যমিক ক্লাস 10 রেজাল্ট লিঙ্ক-এ ক্লিক করুন
- রোল নম্বর, জন্ম তারিখ লাগবে লগ-ইন করতে
SMS-এ ফল জানা যাবে কীভাবে?
ওয়েবসাইট ছাড়াও SMS-এও মাধ্যমিকের ফলাফল জানা যায় (WB Madhyamik Result 2024 via SMS)। এর জন্য বিশেষ একটি নম্বর চালু করে পর্ষদ। যা হল ৫৬৭৬৫৭০১। এবারও এই নম্বর চালু থাকবে বলে খবর সূত্রের। এক্ষেত্রে পড়ুয়াকে রোল নম্বর লিখে পাঠাতে হবে SMS। তা হলেই মোবাইল স্ক্রিনে ফুটে উঠবে রেজাল্ট।
আরও পড়ুন- West Bengal HS Result 2024: সামনেই উচ্চমাধ্যমিকের ফলাফল, অনলাইনে কীভাবে দেখবেন নম্বর?
আরও পড়ুন- West Bengal HS Result 2024: কবে বেরবে এবারের উচ্চমাধ্যমিকের ফলাফল? কীভাবেই বা জানবেন?