WBBSE 10th Result 2018, Madhyamik Result 2018 West Bengal Updates: মাধ্যমিকেও প্রথম স্থান ধরে রাখল ছাত্রী। এ বছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার সুনীতি অ্যাকাডেমির পরীক্ষার্থী সঞ্জীবনী দেবনাথ,তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯। এ বছর প্রথম দশজনের মেধাতালিকায় রয়েছে ৫৬ জন। এবারের মাধ্যমিক পরীক্ষায় কলকাতাকে কার্যত টেক্কা দিয়েছে জেলা। মেধাতালিকায় সে অর্থে কলকাতার কোনও পড়ুয়ার নাম নেই। কলকাতা সংলগ্ন বরানগর রামকৃষ্ণ মিশনের পড়ুয়া সার্থক তালুকদার ৬৮৩ নম্বর পেয়ে সপ্তম স্থানে রয়েছে। সেদিক থেকে দেখতে গেলে কলকাতায় প্রথম সার্থক।
এ বছর পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সবথেকে বেশি, ৯৬.১৩ শতাংশ। সাফল্যের নিরিখে কলকাতা রয়েছে তিন নম্বরে। এ বছর মাধ্যমিকে পাশের হার গতবারের তুলনায় সামান্য কমেছে। এ বছর পাশের হার ৮৫.৪৯ শতাংশ, গত বছর ছিল ৮৫.৬৫ শতাংশ।
সকাল ১০টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। আজই স্কুল থেকে মার্কশিট সংগ্রহ করতে পারবে পরীক্ষার্থীরা। www.wbbse.org, www.wb.allresults.nic.in, www.examresults.net ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে, WB space রোল নম্বর পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।
WBBSE 10th Madhyamik Result 2018 Updates: Read in ENGLISH
12.47 PM: ‘ভাল ফল করবে জানতাম, কিন্তু এভাবে যে র্যাঙ্ক করবে তা ভাবতে পারিনি’’, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রতিক্রিয়া মাধ্যমিকে দশম ও বোর্ডের দাবি অনুযায়ী কলকাতায় দ্বিতীয় পবিত্র সেনাপতির মায়ের। কলকাতার টাকি মাল্টিপারপাস স্কুলের ছাত্র পবিত্র।
11.58 AM: ‘‘রেজাল্ট ভাল হবে সেটা প্রত্যাশিতই ছিল। ভেবেছিলাম প্রথম দশের আশপাশে থাকব’’, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রতিক্রিয়া মাধ্যমিকে দ্বিতীয় ও ছেলেদের মধ্যে প্রথম শীর্ষেন্দু সাহার। অবসর সময়ে গল্পের বই সঙ্গী শীর্ষেন্দুর। বোমক্যাশ পড়তে খুব ভালবাসে শীর্ষেন্দু। শীর্ষেন্দুর প্রাপ্ত নম্বর ৬৮৮।
11.49 AM: মাধ্যমিকে প্রথম সঞ্জীবনী দেবনাথ, ফ্রেমে বাবা-মায়ের সঙ্গে সঞ্জীবনী, ছবি- পরিবার সূত্রে।
11.31 AM: ‘‘আশানুরূপ ফল হয়েছে। ও ভেবেছিলই যে প্রথম দশে ওর নাম থাকবে’’, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানালেন সার্থক তালুকদারের মা। মাধ্যমিকে সপ্তম হয়েছে বরানগর রামকৃষ্ণ মিশনের সার্থক। পর্ষদের দাবি কলকাতায় প্রথম সার্থক।
11.18 AM: ‘‘ভাবিনি, এত ভাল নম্বর পাব, বিশ্বাসই করতে পারছি না’’, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে প্রতিক্রিয়া সঞ্জীবনী দেবনাথের। মাধ্যমিকে প্রথম সঞ্জীবনী, প্রাপ্ত নম্বর ৬৮৯, অবসর সময়ে গল্পের বই পড়তে ভালবাসে সঞ্জীবনী। শাহরুখ খানের সিনেমাও খুব একটা মিস করে না সঞ্জীবনী।
11.10 AM: মাধ্যমিকের মেধাতালিকায় বরানগরকে কলকাতার মধ্যে অন্তর্ভুক্তি নিয়ে ট্যুইট!
WBBSE is saying that Baranagar Mission school where according to then Kolkata gets its first candidate for Madhyamik 2018 is belong to Kolkata district but Baranagar doesn't belong to Kolkata district, it's under North 24 Parganas Barrackpore Mahakuma..#WBBSE #madhyamikresult
— Ashim Mondal (@TheAshimMondal) June 6, 2018
11.04 AM: মাধ্যমিকে উত্তীর্ণদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর।
মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
Congratulations to all students who excelled and those who passed the Madhyamik exams. Best wishes for all your future endeavours. Good wishes to your teachers and families— Mamata Banerjee (@MamataOfficial) June 6, 2018
10.44 AM: মাধ্যমিকের মেধাতালিকা
10.35 AM: মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশের মুহূর্ত।
আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল।#WBBSE #MADHYAMIK pic.twitter.com/Zs1YkCuxIA
— IE Bangla (@ieBangla) June 6, 2018
10.26 AM: মধ্যশিক্ষা পর্ষদের দফতরের সামনের ছবি তুলেছেন প্রিয়াঙ্কা দত্ত।
10.23 AM: ‘‘সবটাই ছাত্র-ছাত্রীদের উপর নির্ভর করে, এতে আমাদের কিছু করার নেই’’, মাধ্যমিকে কলকাতার সাফল্যের হার কম প্রসঙ্গে বললেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
10.02 AM: মাধ্যমিকে দশম হয়েছে ১৪ জন, প্রাপ্ত নম্বর ৬৮০, দশম স্থানে রয়েছে বৈদুর্য বিশ্বাস, সুমন কুমার সাহা, প্রিমরোজ সরকার, মীর মহম্মদ ওয়াসিফ, অরিত্র সরকার, তমান্না ফিরদৌস, অন্বেষা দেঘুরিয়া, গৌরব মণ্ডল, মোনালিসা সামন্ত, ভুবন রায়, ইন্দ্রজিত মিশ্র, অগ্নিভ সিনহা, দেবান্ন প্রধান, পবিত্র সেনাপতি।
10.01 AM: মাধ্যমিকে নবম হয়েছে এগারো জন, প্রাপ্ত নম্বর ৬৮১, নবম স্থানে রয়েছে ঐতিহ্য সাহা, সায়ন্তিকা রায়, অম্লান ভট্টাচার্য, সায়ন্তন চৌধুরী, মহম্মদ রফিউল হাসান, সায়ন নন্দী, সৌত্রিক সুর, তন্ময় চক্রবর্তী, সোহম আহম্মদ, সৈকত সিংহ রায়, স্বস্তিক কর ঘোষ।
9.59 AM: মাধ্যমিকে অষ্টম হয়েছে ৯ জন, প্রাপ্ত নম্বর ৬৮২, অষ্টম হয়েছে দেবস্মিত রায়, তাপস দেবনাথ, যুমনা নার্জিত, অরিন্দম সাহা, অনমিত্র মুখোপাধ্যায়, দেবারতি পাঁজা, দিশা মণ্ডল, প্রেরণা মণ্ডল, রূপ সিংহ বাবু।
9.57 AM: মাধ্যমিকে সপ্তম হয়েছে পাঁচ জন, প্রাপ্ত নম্বর ৬৮৩, সপ্তম হয়েছে মহাশ্বেতা হোমরে, দেবাঞ্জন ভট্টাচার্য, অরিন্দম ঘোষ, পারমিতা মণ্ডল, সার্থক তালুকদার, সার্থক বরানগর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
9.55 AM: মাধ্যমিকে ষষ্ঠ হয়েছে ছয় জন, প্রাপ্ত নম্বর ৬৮৪, ষষ্ঠ স্থানাধিকারীরা হল, সুমিত বাগচী, নিধি চৌধুরী, অরিত্রিকা পাল, প্রতিমান দে, শ্রুতি সিংহ মহাপাত্র, রৌনক সাহা,
9.36 AM: এ বছর মাধ্যমিকে প্রথম দশে সেভাবে ঠাঁই পেল না কলকাতার কোনও স্কুলের পড়ুয়া।
9.35 AM: এবার মাধ্যমিকে পঞ্চম হয়েছে পাঁচজন। পঞ্চম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৬৮৫, পঞ্চম স্থানে অঙ্কিতা দাস, সৌমি নন্দী, শ্রীজা পাত্র, অনীক জানা, প্রথমকান্তি মজুমদার।
9.32 AM: প্রথম দশে এবার ৫৬ জন রয়েছে।
9.25 AM: মাধ্যমিকে চতুর্থ হয়েছে দীপ গায়েন, উত্তর ২৪ পরগনার প্রফুল্লনগর বিদ্যামন্দির, প্রাপ্ত নম্বর ৬৮৬
9.24 AM: মাধ্যমিকে তৃতীয় হয়েছে তিন জন। মৃন্ময় মণ্ডল, নীলাব্জা দাস, ময়ূরাক্ষী সরকারের প্রাপ্ত নম্বর ৬৮৭
9.21 AM: মাধ্যমিকে দ্বিতীয় শীর্ষেন্দু সাহা, বর্ধমান সাতগাছিয়া হাইস্কুল, প্রাপ্ত নম্বর ৬৮৮
9.19 AM: মাধ্যমিকে প্রথম সঞ্জীবনী দেবনাথ, কোচবিহার সুনীতি অ্যাকাডেমি, প্রাপ্ত নম্বর ৬৮৯
9.17 AM: পরের বছর মাধ্যমিক পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে শুরু, শেষ হবে ২২ ফেব্রুয়ারি।
9.16 AM: এ বছর মাধ্যমিকে পাশের হার ৮৫.৪৯ শতাংশ, গত বছর ছিল ৮৫.৬৫ শতাংশ।
9.14 AM: এ বছর ৮ লক্ষ ৯৯ হাজার ৫৬৪ জন পরীক্ষার্থী সফল হয়েছে। কোনও ফল অসম্পূর্ণ নেই।
9.12 AM: সাফল্যের নিরিখে দ্বিতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর।
9.10 AM: এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাশের হার কম।
9.08 AM: কলকাতায় সাফল্যের হার ৯১.১১ শতাংশ।
9.07 AM: পাশের হারের নিরিখে কালিম্পং জেলা উল্লেখযোগ্য, পাশের হার ৮৬.৯৫ শতাংশ।
9.06 AM: পূর্ব মেদিনীপুর জেলায় সাফল্যের হার সবথেকে বেশি, ৯৬.১৩ শতাংশ, সাফল্যের নিরিখে কলকাতা তৃতীয় স্থানে।
9.02 AM: বিগত কয়েকবছরের মধ্যে সবথেকে কম সময়ের মধ্যে ফল প্রকাশ: কল্যাণময় গঙ্গোপাধ্যায়। ছবি- প্রিয়াঙ্কা দত্ত
8.56 AM: সকাল ১০টা থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে।
8.43 AM: একটু বাদেই সাংবাদিক বৈঠক পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। ছবি- প্রিয়াঙ্কা দত্ত
8.31 AM: ‘Madhyamik Results 2018’, এই অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।
এবছর মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১,০২,৯২১। রাজ্যের মোট ২৮১৯ টি পরীক্ষাকেন্দ্রে ১২ মার্চ থেকে ২১ মার্চ অবধি চলে মাধ্যমিক পরীক্ষা।