WBBSE Madhyamik Results 2020 Highlights Updates: মাধ্যমিকের মেধাতালিকায় জেলায় ৮৪ কলকাতায় ০

West Bengal Madhyamik Result 2020 দমদমের অয়ন ঘোষ কলকাতা থেকে প্রথম, মেধাতালিকায় জেলার নাম

West Bengal Madhyamik Result 2020 দমদমের অয়ন ঘোষ কলকাতা থেকে প্রথম, মেধাতালিকায় জেলার নাম

author-image
IE Bangla Web Desk
New Update
রাষ্ট্রপতিকে চিঠি মমতার।।ভাটপাড়ায় গুলিবিদ্ধ তৃণমূলকর্মী।।করোনা যোদ্ধাদের জন্য় নয়া ঘোষণা।।মাধ্য়মিকে কলকাতাকে টেক্কা জেলার

প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। জেলাতেই জয়জয়কার মাধ্যমিকের ফলাফলে। ৬৯৪ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে অরিত্র পাল। মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছে ৮৪ জন। মেমারি বিদ্যাসাগর মেমোরিয়ালের ছাত্র অরিত্র। মাধ্যমিকের দ্বিতীয় দুজন জন প্রাপ্ত নম্বর ৬৯৩।
পূর্ব বর্ধমানের সায়ন্তন গড়াই, বাঁকুরার অভীক দাস, দ্বিতীয় স্থান অধিকার করেছে। ৬৯০ পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে অরিত্র মাইতি,কাঁথির সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবাশিস মহাপাত্র, উত্তর ২৪ পরগণার অরিত্র মাইতি।

WBBSE Class 10th Result LIVE:

Advertisment

রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে জুনেই প্রাকশিত হবে মাধ্যমিকের ফলাফল। কিন্তু, তা সম্ভব হয়নি। অবশেষে ১৫ জুলাই প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। সকাল সাড়ে ১০টা থেকে জানা যাচ্ছে্ ফলাফল।

আরও পড়ুন- WBCHSE Higher Secondary 12th Results 2020 LIVE Updates: উচ্চমাধ্যমিকে অভূতপূর্ব ভাবে সফল কলকাতা

WB Madhyamik Result 2020 Latest News, cbseresults.nic.in

Advertisment

গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এ বছর মোট ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন পরীক্ষা দিয়েছে। গতবারের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কমলেও, ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। এ বছর ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন ছাত্র পরীক্ষায় বসে। মেয়েদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৯ জন।

madhyamik exam madhyamik result