/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/06/board-exam.jpg)
West Bengal Madhyamik Exam Date, West Bengal Madhyamik Routine 2020: ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা
West Bengal Madhyamik Exam Date 2020: ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা। টানা আটদিন ধরে চলবে পরীক্ষা। তবে ইতিহাস পরীক্ষার আগে একদিন ছুটি থাকবে বলে জানিয়েছে পর্ষদ। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে, সোমবার রাখা হয়েছে অঙ্ক পরীক্ষা। এর ফলে রবিবার শেষপ্রহরের প্রস্তুতি নিতে পারবে ছাত্রছাত্রীরা।
প্রথম ভাষা হিসাবে তালিকায় রয়েছে, বাংলা, ইংরেজি, গুজরাতি, হিন্দি, মর্ডান টিবেটান, নেপালী, ওড়িয়া, পাঞ্জাবী, তেলুগু, তামিল, উর্দু, এবং সাঁওতালি। যদি ইংরেজি, বাংলা, নেপালী প্রথম ভাষা না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় ভাষায় থাকবে এই তিন বিষয়।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের দিনক্ষণ ঘোষণা করল সংসদ, জেনে নিন পরীক্ষার রুটিন
কবে কী পরীক্ষা?
১৮/২/২০ (মঙ্গলবার) প্রথম ভাষা
১৯/২/২০ (বুধবার) দ্বিতীয় ভাষা
২০/২/২০ (বৃহস্পতিবার) ভূগোল
২২/ ২/২০ (শনিবার) ইতিহাস
২৪/২/২০ (সোমবার) অঙ্ক
২৫/২/২০ (মঙ্গলবার) ভৌত বিজ্ঞান
২৬/২/২০ (বুধবার) জীবন বিজ্ঞান
২৭/২/২০ ( বৃহস্পতিবার) ঐচ্ছিক বিষয়