আসন্ন মাধ্যমিক! ২৩ তারিখ থেকে শুরু জীবনের অন্যতম বড় পরীক্ষা। দুবছর পর আবারও একদম সঠিক পরিসরে মাধ্যমিক পরীক্ষা। অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দেবেন পরিক্ষার্থীরা। শেষ মুহূর্তের প্রস্তুতির সঙ্গে সঙ্গেই কন্ট্রোল রুমের বন্দোবস্ত রয়েছে।
Advertisment
পরীক্ষার সুবিধার্থে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। সাতদিন আগে থেকে শুরু করা হয়েছে এই ব্যবস্থা। চালু করা হয়েছে হেল্পলাইন নম্বরও। পরীক্ষার্থীরা, পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য এবং জিজ্ঞাস্য এই হেল্পলাইন নম্বর সুত্রে পেতে পারেন। অভিভাবকরাও নিজেদের জিজ্ঞাসা মত প্রশ্ন করতে পারেন।
হেল্পলাইন নম্বর হিসেবে- 91 33-2321-3872, 91 33-2359-2274… যোগাযোগ করা যাবে। এছাড়াও অফিসিয়াল মেল আইডিতে মেল করা যাবে। অফিসিয়াল ওয়েবসাইট - examwbbse@gmail.com। পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের তরফে নোটিশ দিয়েই জানানো হয়েছে এই তথ্য।
সেই নোটিশে লেখা রয়েছে, কন্ট্রোল রুম পরীক্ষার দিনগুলোতে সক্রিয় থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৫টা বেজে ৩০ মিনিট পর্যন্ত সেটি কার্যকর থাকবে। উত্তরপত্র ফেরত না পাওয়া পর্যন্ত এটি কাজ করবে। নোটিশে বিস্তারিত সব জানানো রয়েছে কখন, কীভাবে পড়ুয়ারা নজর দিতে পারবেন এই ক্ষেত্রে।