scorecardresearch

বড় খবর

Madhyamik 2023: কবে থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন পরীক্ষার্থীরা?

কবে থেকে মিলবে অ্যাডমিট কার্ড?

madhyamik exam, WBBSE admit card, madhyamik exam admit card
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

ফেব্রুয়ারির ২৩ তারিখ থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। প্রতিবারের মত এবারও বাংলা পরীক্ষা দিয়েই শুরু। এরমধ্যেই অ্যাডমিট কার্ড সংগ্রহ করার নির্দেশনা দিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যে শিক্ষা পর্ষদ।

গতকাল নিজের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে এই সংক্রান্ত নোটিশ। যেই নোটিশে বিস্তারিত জানানো হয়েছে, কবে থেকে পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে এটি সংগ্রহ করতে পারবেন। কী জানানো হয়েছে নোটিশে?

পরীক্ষার আগেই সমস্ত পরীক্ষার্থীকে সংগ্রহ করতে হবে অ্যাডমিট কার্ড। নিজের নিজের এলাকার ক্যাম্প অফিস থেকে স্কুলগুলোকে প্রধান শিক্ষক এবং শিক্ষিকার স্বাক্ষর করা চিঠি নিয়েই অ্যাডমিট কার্ড সংগ্রহ করতে হবে। সময় দেওয়া হয়েছে সকাল ১১টা থেকে বিকেল ৫টা। এরপর স্কুল কর্তৃপক্ষের তরফে সেই অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ১৫ই ফেব্রুয়ারি থেকে। অবশ্যই সেটি যেন পরীক্ষার্থীরা সংগ্রহ করে তাতে নির্দেশ দেওয়া হয়েছে।

 madhyamik exam, WBBSE admit card, madhyamik exam admit card
মাধ্যমিকের অ্যাডমিট কার্ড

উল্লেখ্য, যদি অ্যাডমিট কার্ড জনিত কোনও সমস্যা অথবা নিজেদের তথ্য কোনও ভুল থাকে তবে অবশ্যই বোর্ডের রিজিওনাল কাউন্সিল অফিসে সেই অ্যাডমিট কার্ড এবং সমস্যা লিখিত একটি চিঠি নিয়ে ২০ ফেব্রুয়ারির মধ্যেই জমা দিতে হবে। ২০ তারিখের একদিন দেরি হলেও কোনওরকম কারেকশন করে দেওয়া হবে না। অবশ্যই সেই সমস্যা যেন স্কুলে জানায় পড়ুয়ারা, সেই উল্লেখও করা হয়েছে।

প্রসঙ্গত, বছর দুয়েক পর এবার একদম পুরনো নিয়মে মাধ্যমিক। পরীক্ষা নিয়ে কোনওরকম বিধি নিষেধ এখনও জানানো হয়নি। পড়ুয়াদের সবরকম ভাবে যাতে সুবিধা দেওয়া যায়, সেদিকেও লক্ষ্য রাখবেন স্কুল কর্তৃপক্ষরা।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Wbbse madhyamik exam students admit card releases from when