WBBSE Madhyamik Result 2019 to be Declared Tomorrow: আগামিকাল প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। নির্বাচনী মাসে ভোটগণনার দু'দিন আগেই ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। কাল সকাল দশটার সময় মধ্যশিক্ষা পর্ষদ থেকে ঘোষণা করা হবে ফলাফল।
৮ মে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয় ফলাফলের দিন। সকাল ১০টা থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে (wbbse.org, wbresults.nic.in) জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা। এই দিনই স্কুল থেকে হাতে মার্কশিট পাবে পড়ুয়ারা।
আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন ঘোষণা করেছে সংসদ
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ। পরীক্ষা শেষ হওয়ার ৮৮ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে পর্ষদ।
এবছর প্রশ্ন ফাঁস রুখতে সুরক্ষা ব্যবস্থা বর্ধিত করা হয়েছিল পর্ষদের তরফ থেকে। পরীক্ষা হলে ফোন নিয়ে যাওয়ার অনুমতি ছিল না কারোরই, এমনকি পরিদর্শকদেরও নয়। তবু পরীক্ষা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে ঘুরে বেরিয়েছে প্রশ্নপত্র। টানা সাত দিনই প্রশ্নপত্র পাচার হওয়ার বেনজির ঘটনাটি ঘটেছে এ বছর।
Read the full story in English