আজ মাধ্যমিকের ফলাফল দেখবেন কীভাবে? জেনে নিন, পদ্ধতি

wbresults.nic.in 2020, Check WB 10th Result: ১০.৩০ থেকে পরীক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবেন।

wbresults.nic.in 2020, Check WB 10th Result: ১০.৩০ থেকে পরীক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবেন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

আজ প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। মঙ্গলবার এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেহেতু করোনা লকডাউনের আগে মাধ্যমিকের সমস্ত বিষয়ে পরীক্ষা হয়ে গিয়েছিল, তাই সম্পূর্ণ মেধাতালিকতা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

West Bengal Board Madhyamik Result 2020:

Advertisment

ভার্চুয়াল প্রেস কনফারেন্সের মাধ্যমে প্রকাশ করা হবে মাধ্যমিকের প্রথম থেকে দশম স্থানাধিকারি সফল পরীক্ষার্থীর নাম। সকাল দশটার সময় পর্ষদ থেকে প্রকাশিত হবে ফলাফল। ১০.৩০ থেকে পরীক্ষার্থীরা অনলাইনে তাদের রেজাল্ট দেখতে পারবেন।

যে যে ওয়েবসাইটে দেখা যাবে মাধ্যমিকের ফলাফল

www.wbbse.org
http://wbresults.nic.in
www.exametc.com
www.indiaresult.com
www.schools9.com
www.results.shiksha
www.fastresult.in

Advertisment

যদি এসএমএস মারফত রেজাল্ট জানতে চান তাহলে WB 10 Roll Numbers লিখে 5676750 নম্বরে পাঠিয়ে দিন।

এছাড়া www.exametc.com এ আগাম ফোন নম্বর দিয়ে রেজিস্টার করে রাখতে পারেন, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আপনার ফোনে রেজাল্ট মেসেজে চলে আসবে।

এছাড়া Madhyamik Results 2020 অ্যাপ ডাউনলোড করে রাখতে পারেন। সেখানেই জানতে পারবেন ফলাফল।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

madhyamik exam madhyamik result