WBCHSE 12th HS Result 2018 Updates: উচ্চমাধ্যমিকে প্রথম কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত

WBCHSE 12th HS Result 2018, West Bengal Board HS 12th Result 2018 Live Updates: উচ্চমাধ্যমিকে প্রথম কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। ফল মিলছে বোর্ডের ওয়েবসাইটে।

WBCHSE 12th HS Result 2018, West Bengal Board HS 12th Result 2018 Live Updates: উচ্চমাধ্যমিকে প্রথম কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। ফল মিলছে বোর্ডের ওয়েবসাইটে।

author-image
IE Bangla Web Desk
New Update
wbchse, wbchse result, wbchse result 2018, wbchse 12th result 2018, wbchse hs result 2018, wbchse hs result, west bengal hs result 2018,www.wbchse.nic.in, wbchse.nic.in, www.wbresults.nic.in, wb hs result, wb hs result 2018, wb 12th result 2018, উচ্চমাধ্যমিকের ফল ২০১৮, পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের ফল, দ্বাদশ শ্রেণির ফল, পশ্চিমবঙ্গে দ্বাদশ শ্রেণির ফল ঘোষণাWBCHSE 12th HS Result 2018 Live:

WBCHSE 12th HS Result 2018 Live: বোর্ডের ওয়েবসাইটে ফল জানা যাবে। প্রতীকী ছবি।

WBCHSE 12th HS Result 2018 Live Updates: Check West Bengal Board12th Result at wbchse.nic.in, wbresults.nic.in: উচ্চমাধ্যমিকে এবার প্রথম স্থান অধিকার করল কলা বিভাগের ছাত্র। ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে প্রথম হয়েছে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। কলকাতায় প্রথম ও মেয়েদের মধ্যে প্রথম যাদবপুর বিদ্যাপীঠের অভ্রদীপ্তা ঘোষ, তার প্রাপ্ত নম্বর ৪৮৬। এ বছর মোট পাশের হার ৮৩.৭৫ শতাংশ। পূর্ব মেদিনীপুর ও কালিম্পঙে পাশের হার সবথেকে বেশি।

Advertisment

wbchse.nic.in,wbresults.nic.in,wb.allresults.nic.in,examresults.net, indiaresults.com সাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

এসএমএসেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে WB12 rollno,পাঠাতে হবে 56263/5676750/58888 নম্বরে।

Advertisment

WBCHSE 12th HS Result 2018 Live Updates: Read in ENGLISH

3.11 PM: উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত, ছবি- ফেসবুক

wbchse, wbchse result, wbchse result 2018, wbchse 12th result 2018

WBCHSE 12th HS Result 2018 Live: উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্ত। ছবি- ফেসবুক।

1.02 PM: জেলা ভিত্তিক পাশের হার

WBCHSE 12th HS Result 2018 Live, wb hs result 2018, wb 12th result 2018

WBCHSE 12th HS Result 2018 Live: জেলা ভিত্তিক পাশের হার।

 WBCHSE 12th HS Result 2018 Live, wbchse 12th result 2018, wbchse hs result 2018

WBCHSE 12th HS Result 2018 Live: পাশের হার।

12.55 PM: ‘‘এতটা ভাল ফল হবে প্রত্যাশা করিনি’’, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় প্রতিক্রিয়া উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম ও কলকাতায় প্রথম অভ্রদীপ্তা ঘোষের বাবা অমিত ঘোষ। আগামী দিনে স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করবে অভ্রদীপ্তা, জানালেন তার বাবা।

12.50 PM: ‘‘ভাল ফল করবে জানতাম, তবে এতটা ভাল ফল করবে আশা করিনি’’, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় প্রতিক্রিয়া উচ্চমাধ্যমিকে প্রথম গ্রন্থন সেনগুপ্তের বাবা গৌতম সেনগুপ্ত। ছেলে আগামী দিনে ইতিহাস নিয়েই পড়াশোনা করবে বলে জানালেন বাবা।

12.17 PM: পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু ২৬ ফেব্রুয়ারি থেকে, চলবে ১৩ মার্চ পর্যন্ত।

12.14 PM: ৫,২৪৮ জন পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড ‘O’। ৪১,৪২৮ জন ছাত্রছাত্রী পেয়েছে A+গ্রেড। পাশাপাশি ২,৫০,৯৬১ জন ছাত্রছাত্রী ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে প্রথম বিভাগে পাশ করেছে।  

11.55 AM: উচ্চমাধ্যমিকে উত্তীর্ণদের অভিনন্দন মুখ্যমন্ত্রীর।

11.52 AM: উচ্চমাধ্যমিকে মেধাতালিকা প্রকাশের মুহূর্ত।

11.50 AM: এ বছর উচ্চমাধ্যমিকে কমার্সে প্রথম বিশ্বজিৎ দত্ত। বিশ্বজিৎ কলকাতার দমদম পার্কের কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র। বিশ্বজিতের প্রাপ্ত নম্বর ৪৮৩।

11.40 AM: উচ্চমাধ্যমিকে দশম হয়েছে ১৬ জন। দশম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বর৪৮১। দশম হয়েছে  তীর্থশঙ্খ বাছার, শ্রাবণী দত্ত, জয়েস সাও, সায়নী দত্ত, অর্ণব কুমার মল্লিক, রিক্তা বর্মণ, সমীধ ঘোষ, মহম্মদ চন্দন আলি, তন্ময় পতি, অনুকূল বর্মণ, রূপম পাল, মেহেদ-উজ-জামান, রোহিত বেরা, অমৃতাংশু মাহিশ, সায়ন কর্মকার, নন্দিতা বর্মণ।

11.35 AM: উচ্চমাধ্যমিকে নবম হয়েছে ১৫ জন। শ্রেয়সী গঙ্গোপাধ্যায়, বিকাশ রাজ পাল, প্রত্যুষা সাহা, নিশা যাদব, দীপ্তম জানা, শৌভিক চন্দ্র, অনুশ্রী মজুমদার, সুরজিৎ মাতব্বর, আফ্রোজা বানু, সৌমেন মাঝি, অভীক ঘোষ, সরফরাজ আলম, সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, জাহ্নবী পাল, অর্পণ দ্বিবেদীদের প্রাপ্ত নম্বর  482।

11.27 AM: উচ্চমাধ্যমিকে অষ্টম স্থানে রয়েছে ১২ জন। দেবজিৎ দে, অর্ঘ্য দে, দেবশুভ্র চক্রবর্তী, জিষ্ণু বিশ্বাস, রাজকিশোর চট্টোপাধ্যায়, রৌনক পাত্র, বিশ্বজিৎ দত্ত, অনিশা মণ্ডল, সায়ন্ত চক্রবর্তী, অনন্যা ঘোষ, শ্রেয়ান চট্টোপাধ্যায়, কৃষ্ণেন্দু কুণ্ডুদের প্রাপ্ত নম্বর ৪৮৩।

11.25 AM: উচ্চমাধ্যমিকে সপ্তম হয়েছে পাঁচ জন। দিশা ঘোষ, ঋতিকা কাঞ্জিলাল, রিদম কুমার দাস, অংশুমান বন্দ্যোপাধ্যায়, গার্গী চট্টোপাধ্যায়দের প্রাপ্ত নম্বর ৪৮৪।

11.22 AM:  উচ্চমাধ্যমিকে ষষ্ঠ হয়েছে ১০ জন।  তন্নিষ্ঠা মন্ডল, মধুরিমা মুখোপাধ্যায়, নয়নিকা রায়, সাগ্নিক তালুকদার, কিশলয় সরকার, দেবদত্তা পাল, সপ্তর্ষি মণ্ডল, দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নীলমাধব দত্ত, কুন্তল দিতদের প্রাপ্ত নম্বর ৪৮৫।

11.20 AM:  এবার উচ্চমাধ্যমিকে পঞ্চম হয়েছে ১২ জন। অভ্রদীপ্তা ঘোষ, আর্য সামন্ত, মহম্মদ শরিফুল ইসলাম, সুতনয় ভট্টাচার্য, শুভাশিস ঘোষ, রমিক দত্ত, অনিমা গড়াই, অনিরুদ্ধ দত্ত, অনুভব চক্রবর্তী , শৌভিক রাজ মাইতি, অরিত্র রায়, বিশাল গঙ্গোপাধ্যায়দের প্রাপ্ত নম্বর ৪৮৬।

10.47 AM: উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছে ছয় জন। সৌরদীপ নাথ, সায়ন কুমার দাস, অর্কদীপ গুইন, দিব্যদ্যুত শ্বাসমল, জয়দীপ ভৌমিক, অন্যয় চট্টোপাধ্যায়দের প্রাপ্ত নম্বর ৪৮৭।

10.27 AM: উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম দু’জন। একজন যাদবপুর বিদ্যাপীঠের ছাত্রী অভ্রদীপ্তা ঘোষ। অভ্রদীপ্তাই কলকাতায় প্রথম এবার। সামগ্রিক ফলে অর্কদীপ্তা উচ্চমাধ্যমিকে পঞ্চম।  অন্য এক ছাত্রী  বাঁকুড়ার অনিমা গড়াই, এদের প্রাপ্ত নম্বর ৪৮৬।

10.21 AM: উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছে দুই জন। ৯৮ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় স্থানে তিমিরবরণ দাস ও শাশ্বত রায়। দু’জনেরই প্রাপ্ত নম্বর ৪৯০।

10.17 AM: উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছে ঋত্বিক কুমার সাহু, ৯৮.৬ শতাংশ নম্বর পেয়েছে ঋত্বিক, প্রাপ্ত নম্বর ৪৯৩। ঋত্বিক তমলুক হ্যামিলটন হাইস্কুলের ছাত্র ঋত্বিক।

10.11 AM: উচ্চমাধ্যমিকে প্রথম কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত, প্রাপ্ত নম্বর ৯৯.২ শতাংশ, ৪৯৬, জলপাইগুড়ি জেলা স্কুল।

10.08 AM: এ বছর মোট পাশের হার ৮৩.৭৫ শতাংশ। পূর্ব মেদিনীপুর ও কালিম্পঙে পাশের হার সবথেকে বেশি।

10.06 AM:  এবার ১৮টি জেলায় ছাত্রীদের পাশের হার ছাত্রদের থেকে বেশি। এ বছর পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশ ছাত্রী।

10.02 AM: উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সাংবাদিক বৈঠক শুরু। এখনই ফল ঘোষণা করা হবে।

9.56 AM: কিছুক্ষণের মধ্যেই ফল ঘোষণা, সাংবাদিক বৈঠকের মঞ্চে মহুয়া দাস, ছবি- প্রিয়াঙ্কা দত্ত।

WBCHSE 12th HS Result 2018 Live: WBCHSE 12th HS Result 2018 Live: সাংবাদিক বৈঠক শুরুর আগের মুহূর্ত। ছবি প্রিয়াঙ্কা দত্ত wbchse result 2018, wbchse 12th result 2018

WBCHSE 12th HS Result 2018 Live: WBCHSE 12th HS Result 2018 Live: সাংবাদিক বৈঠকে মহুয়া দাস, ছবি প্রিয়াঙ্কা দত্ত, wb 12th result 2018, wb hs result 2018

9.49 AM: কোচবিহার ও উত্তর দিনাজপুরে এই স্কুলগুলি থেকে মার্কশিট মিলবে, ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

WBCHSE 12th HS Result 2018 Live: WBCHSE 12th HS Result 2018 Live: কোচবিহার ও উত্তর দিনাজপুরে এই স্কুলগুলি থেকে মার্কশিট মিলবে, ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস। west bengal hs result 2018, www.wbchse.nic.in

9.47 AM: দার্জিলিঙে এই স্কুলগুলি থেকে মার্কশিট মিলবে, ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

 WBCHSE 12th HS Result 2018 Live: WBCHSE 12th HS Result 2018 Live: দার্জিলিঙে এই স্কুলগুলি থেকে মার্কশিট মিলবে, ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস। wbchse hs result 2018, wbchse hs result

9.45 AM: জলপাইগুড়িতে এই স্কুলগুলি থেকে মার্কশিট মিলবে, ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস

WBCHSE 12th HS Result 2018 Live: WBCHSE 12th HS Result 2018 Live: জলপাইগুড়িতে এই স্কুলগুলি থেকে মার্কশিট মিলবে, ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস। wbchse result, wbchse result 2018,

9.35 AM: এবার ৫৮ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হচ্ছে।

9.26 AM: গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

9.20 AM: বিদ্যাসাগর ভবনে এখানেই সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। ছবি- প্রিয়াঙ্কা দত্ত।

WBCHSE 12th HS Result 2018 Live: WBCHSE 12th HS Result 2018 Live: বিদ্যাসাগর ভবনে এখানেই সাংবাদিক বৈঠক করে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করা হবে। ছবি- প্রিয়াঙ্কা দত্ত। wbchse 12th result 2018, wbchse hs result 2018,

9.12 AM: এসএমএসেও ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে WB12 rollno পাঠাতে হবে 56263/5676750/58888 নম্বরে।

9.06 AM: সকাল সাড়ে ১০টা থেকে ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

9.00 AM: সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ, বিদ্যাসাগর ভবনের ছবি তুলেছেন প্রিয়াঙ্কা দত্ত।

WBCHSE 12th HS Result 2018 Live: WBCHSE 12th HS Result 2018 Live: সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ, বিদ্যাসাগর ভবনের ছবি তুলেছেন প্রিয়াঙ্কা দত্ত।west bengal hs result 2018,www.wbchse.nic.in

8.51 AM:ওয়েবসাইটে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। ফল জানা যাবে wbchse.nic.in,wbresults.nic.in,wb.allresults.nic.in,examresults.net, indiaresults.com সাইটে 

8.30 AM: সকাল ১০টায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ। এদিনই মার্কশিট হাতে পাবে পরীক্ষার্থীরা।

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ। পরীক্ষায় বসেছিল ৮,২৬,০২৯ জন পরীক্ষার্থী। পরীক্ষা শেষ হয় ১১ এপ্রিল।