West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) তরফ থেকে শুক্রবার ঘোষিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল। এবছর পাসের হার ৮৩.৭৫ শতাংশ। প্রথম হয়েছে জলপাইগুড়ি জেলা স্কুলের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত। যার প্রাপ্ত নম্বর ৪৯৬। বগত পাঁচ বছরে এই প্রথম প্রথম স্থান অধিকার করল কলা বিভাগের কোন প্রার্থী।
আরও পড়ুন :WBCHSE 12th HS Result 2018 Live Updates: উচ্চমাধ্যমিকে প্রথম কলা বিভাগের ছাত্র গ্রন্থন সেনগুপ্ত
এবছর পরীক্ষায় বসেছিলেন ৮,২৬,০২৯ জন পরীক্ষার্থী। সফল পরীক্ষার্থীর সংখ্যা ৬,৬৩,৫১৬। পাসের হারে এগিয়ে মেদিনীপুর ও কালিম্পং। ওই দুই জেলায় পাস করেছে প্রায় ৯০ শতাংশ পরীক্ষার্থী। ৫,২৪৮ জন পরীক্ষার্থীর প্রাপ্ত গ্রেড ‘O’। ৪১,৪২৮ জন ছাত্রছাত্রী পেয়েছে A+ গ্রেড। পাশাপাশি ২,৫০,৯৬১ জন ছাত্রছাত্রী ৬০ শতাংশের অধিক নম্বর পেয়ে প্রথম শ্রেণীতে পাস করেছে। ১৮ টি জেলার ফলাফলে মেয়েরা ছাপিয়ে গেছে ছেলেদের। এই বছর ড্রপ আউটের হার গতবারের ২.৪ শতাংশ থেকে কমে এক শতাংশ হয়েছে।
আরও পড়ুন : WBCHSE 12th HS Result 2018 Live Updates: Result declared at wbchse.nic.in, Granthan Sengupta tops Uccha Madhyamik exam
২০১৮ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৭ মার্চ। শেষ হয় ১১ এপ্রিল। ৫৮ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করল West Bengal Council of Higher Secondary Education (WBCHSE)। বাংলা, হিন্দি, ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে পেরেছিল ছাত্রছাত্রীরা। মেধাতালিকায় ৮০ জন পরীক্ষার্থীর নাম ঘোষনা করেছেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
২০১৯ সালের ২৬ ফেহব্রুয়ারি শুরু হবে উচ্চমাধ্যমিক পরীক্ষা।