/indian-express-bangla/media/media_files/2025/05/06/BmXsOxUbS6M2K9gLI7o1.jpg)
WBCHSE 12th Result: বুধবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ।
WBCHSE 12th Result 2025 direct link: বুধবার ৭ মে প্রকাশিত হতে চলেছে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। বেলা সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে আনুষ্ঠানিকভাবে উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করা হবে। আগামিকাল বেলা ২টো থেকে বিভিন্ন ওয়েবসাইট ছাড়াও বেশ কিছু মোবাইল অ্যাপ মারফত ফলাফল জেনে নিতে পারবেন ছাত্রছাত্রীরা। অন্যান্য বেশ কিছু ওয়েবসাইটের পাশাপাশি আগামিকাল উচ্চ মাধ্যমিকের ফলাফল জানতে ইন্ডিয়ান এক্সপ্রেসের নিম্নে দেওয়া লিংকগুলিতে ক্লিক করে পরীক্ষার ফল জেনে নিতে পারেন পরীক্ষার্থীরা।
উচ্চ মাধ্যমিকের ফল জানতে ক্লিক করুন নিচে দেওয়া লিংকে?
Indian Express: https://education.indianexpress.com/boards-exam/wbchse-board-results?utm_source=indianexpress&utm_medium=link
Financial Express: https://education.indianexpress.com/boards-exam/wbchse-board-results?utm_source=financialexpress&utm_medium=link
ফলাফল দেখার অফিসিয়াল ওয়েবসাইট:
wbresults.nic.in
wbchse.wb.gov.in
result.wb.gov.in
results.shiksha
জানা গিয়েছে, এই বছর উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পরের দিন অর্থাৎ ৮ মে সকাল ১০টা থেকে রাজ্যের বিভিন্ন ক্যাম্প অফিস থেকে স্কুলের প্রতিনিধিদের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও শংসাপত্র বিতরণ শুরু করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরাও ওই দিনই তাঁদের নিজ নিজ স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের মার্কশিট সংগ্রহ করতে পারবেন।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৫০ দিনের মাথায় ফলাফল প্রকাশিত হতে চলেছে। এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ৩ মার্চ। পরীক্ষা শেষ হয়েছিল গত ১৮ মার্চ। তবে এবার গতবারের তুলনায় অনেক কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। গত বছর উচ্চ মাধ্যমিকে পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ৭ লক্ষ ৯০ হাজার। এবছর ৫ লক্ষ ১০ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসার আবেদন করলেও তার মধ্যে অনেকেই পরীক্ষায় বসেননি।