Advertisment

WBCHSE Higher Secondary 12th Results 2020 Highlights: উচ্চমাধ্যমিকে অভূতপূর্ব ভাবে সফল কলকাতা

West Bengal HS Result 2020 প্রাপ্ত নম্বরের গড় ও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিকের বাতিল হয়ে যাওয়া বিষয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Students of KBDAV Sector 7 Chandigarh after CBSE +2 results in Chandigarh on Monday, May 25 2015. Express photo by Jaipal Singh

উচ্চমাধ্যমিকের ফলাফলে এগিয়ে কলকাতা। প্রাপ্ত নম্বর ৫০০ এর মধ্যে ৪৯৯।  তবে মেধাতালিকা প্রকাশিত হবে হয়নি। প্রাপ্ত নম্বরের গড় ও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিকের বাতিল হয়ে যাওয়া বিষয়ে। জেলাতেও ফলাফল ভাল হয়েছে বলে জানিয়েছে সংসদ। কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর , কালিংপং, দুই ২৪ পরগণা, হাওড়া, হগলি, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম জেলাতেও ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেকে। ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী  'ফাস্ট ডিভিশন' পেয়েছে।

Advertisment

WBCHSE Class 12th Result LIVE:

মাধ্যমিকের পরেই ফল প্রকাশ উচ্চমাধ্যমিকের। মার্কশিটের মতোই প্রতিলিপি পাওয়া যাবে ওয়েবসাইট থেকে। সেটি ডাউনলোড করা যাবে । শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, ১৭ জুলাই অনলাইনে পরীক্ষার ফল প্রকাশিত হলেও পড়ুয়াদের হাতে মার্কশিট পৌঁছবে ৩১ জুলাইয়ের মধ্যে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মাধ্যমিকের ফল প্রকাশের বিষয়ে ঘোষণা করার সময় উচ্চমাধ্যমিকের প্রকাশের ইঙ্গিত দেন। তিনি ছাত্রছাত্রীদের আগাম শুভেচ্ছাও জানিয়েছেন। প্রসঙ্গত, ৩১ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশ করতে চাইছে শিক্ষা দফতর। সময়ের মধ্যে ফল প্রকাশ না হলে, সর্বভারতীয় স্তরে পরীক্ষায় বসতে পারবে না উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা, তাই একইসঙ্গে প্রতিটি বোর্ডের একইসঙ্গে ফলাফল প্রকাশ করা হচ্ছে।

WB Madhyamik Result 2020 Latest News, wbresults.nic.in

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ। পরীক্ষা চলার কথা ছিল ২৭ মার্চ পর্যন্ত। কিন্তু লকডাউন করোনার জেরে বেশ কয়েকটি পরীক্ষা বাকি থাকা অবস্থাতেই বন্ধ হয়ে গিয়েছিল উচ্চমাধ্যমিক। ২৩, ২৫ এবং ২৭ মার্চের পরীক্ষাগুলি স্থগিত হয়ে যায়।

এরপর বহুবার দিন নির্ধারণের পর জুলাইয়ের ২, ৬ এবং ৮ তারিখে বাকি থাকা পরীক্ষাগুলি নেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীকালে সেটিও বাতিল হয়ে যায়

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Live Blog

WBCHSE Higher Secondary 12th Results 2020 LIVE Updates wbresults.nic.in: উচ্চমাধ্যমিকের সমস্ত খবর জানতে চোখ রাখুন














16:12 (IST)17 Jul 20





















কবে থেকে কলেজে ভর্তি?

১০ আগস্ট থেকে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। গত বছরের মত এবছর অনলাইনেই ভর্তি হওয়া যাবে ।

16:00 (IST)17 Jul 20





















সর্বোচ্চ নম্বর ৫০০ এর মধ্যে ৪৯৯

উচ্চমাধ্যমিকে এবছর রেকর্ড  নম্বর উঠেছে ৪৯৯।  

15:56 (IST)17 Jul 20





















জেলাতেও ভালো ফলাফল

কলকাতার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর , কালিংপং, দুই ২৪ পরগণা, হাওড়া, হগলি, মুর্শিদাবাদ ও ঝাড়গ্রাম জেলাতেও ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে অনেকে। ৫০ শতাংশের বেশি ফাস্টডিভিশন পেয়েছে।  

15:49 (IST)17 Jul 20





















পাশের হারে এগিয়ে কলকাতা

মাধ্যমিকে জায়গা করতে না পারলেও উচ্চমাধ্যমিকে জেলার চেয়ে এগিয়ে কলকাতা। এরপরই রয়েছে পূর্ব মেদিনীপুর। 

15:46 (IST)17 Jul 20





















পাশের হার

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৭৫৩৬৪ জন। ৭৬১৫৮৩ জন পাশ করেছে। মোট পাশের হার ঐতিহাসিক  ৯০.১৩ শতাংশ পাশের হার। ছেলেদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৯০ শতাংশের বেশি।  

15:44 (IST)17 Jul 20





















মার্কশিট বিতরণ করা হবে ৩১ জুলাই

৩১ জুলাই ৫২ টি ক্যাম্প থেকে মার্কশিট বিতরণ করা হবে। বিদ্যালয়ের প্রতিনিধিরা স্বাস্থ্যবিধি মেনে সংগ্রহ করবে। মার্ক

15:41 (IST)17 Jul 20





















ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে রেজাল্ট

মার্কশিটের মতোই প্রতিলিপি পাওয়া যাবে ওয়েবসাইট থেকে। সেটি ডাউনলোড করা যাবে । 

15:41 (IST)17 Jul 20





















৩১ এ আগস্টের মধ্যে পিপিএফ ও পিপিআর করা যাবে

আজ রাত থেকে সংসদের ওয়েবসাইটে থাকবে সমস্ত তথ্য। সেখানেই থাকবে ক্রেডিট ও ডেবিট কার্ডের মাধ্যমে পে করা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে পিপিএফ এর খরচ এবছর ৫০টাকা ও পিপিআর এর জন্য খরচ হবে ৭৫ টাকা 

15:38 (IST)17 Jul 20





















সংসদের ওয়েব সাইটে রয়েছে সিলেবাস ভিত্তিক একাধিক অধ্যায়

পাঁচ বছরের মডেল প্রশ্ন ও উত্তর থাকবে সংসদের ওয়েবসাইটে। রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে একাদশ ও দ্বাদশ শ্রেণির পাঠ্য বই। 

15:36 (IST)17 Jul 20





















শতকরা হারে নম্বর দেওয়া হবে

মোট ৩৭ টি বিষয়ে এবছর পরীক্ষা হয়। ১৪ টি বিষয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। নম্বর পছন্দ না হলে জানাতে হবে সংসদকে

15:33 (IST)17 Jul 20





















প্রকাশিত হবে না মেধাতালিকা

এবছর একাধিক বিষয়ে পরীক্ষা বাতিল হয়ে যাওয়ার কারণে প্রকাশিত হবে না মেধাতালিকা

15:32 (IST)17 Jul 20





















কবে পাওয়া যাবে উচ্চমাধ্যমিকের মার্কশিট ?

উচ্চমাধ্যমিকের মার্কশিট হাতে পাওয়া যাবে ৩১ জুলাই।

15:30 (IST)17 Jul 20





















শুরু হল ফলাফল প্রকাশ

পুলিশ, শিক্ষা দফতর, শিক্ষাকর্মী সহ সকলকে ধন্যবাদ জানিয়ে পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের অনুষ্ঠান শুরু করলেন।  

15:14 (IST)17 Jul 20





















কোন কোন ওয়েবসাইটে জানা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল?

বিকেল ৪ টে থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ( wbresults.nic.in) জানা যাচ্ছে ফলাফল। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পারবে পড়ুয়ারা।

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে
www.wb.allresults.nic.in এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে WB <রোল নম্বর> , পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এবার থেকে সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।

অনেক ক্ষেত্রে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, চটজলদি পরীক্ষার ফলাফল জানতে পারবেন যে সমস্ত ওয়েবসাইট থেকে –  www.examresults.netwww.exametc.comwww.indiaresult.comwww.result.shiksha

15:10 (IST)17 Jul 20





















ফল প্রকাশে আর মাত্র কয়েক মিনিট

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের ফলাফল।

08:03 (IST)17 Jul 20





















কখন জানা যাবে ফলাফল?

বিকেল ৩.৩০ নাগাদ সংসদ থেকে ঘোষণা করার পর, ৪ টে থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে  থেকে দেখতে পারবেন ফলাফল।

ভর্তি কিভাবে হবে, কবে হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে। মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর সে প্রশ্নেরই উত্তর দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে ভর্তি পক্রিয়া সম্পর্কে বার্তা দিয়েছেন তিনি।

কলেজে ভর্তি প্রক্রিয়া হবে অনলাইন। গত বছর থেকেই বাংলায় প্রতিটি কলেজে ভর্তি প্রক্রিয়া অনলাইন করা হয়েছিল । ছাত্র ছ্ত্রীদের ভর্তি হতে কলেজে যেতে হবে না। অনলাইনেই সমস্ত তথ্য পাওয়া যাবে। অনলাইনে ফর্ম ভর্তি করে, নির্দিষ্ট দিনে ব্যাঙ্কে গিয়ে টাকা জমা করতে হবে। প্রতি কলেজের নিজস্ব ব্যবস্থা রয়েছে। কলেজের প্রথমদিনের ক্লাসে কাছে রাখতে হবে আসল কাগজ পত্র। কোনও সমস্যা দেখলে কলেজ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। কলেজে ভর্তি নিয়ে সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

HS result
Advertisment