West Bengal HS Result 2023: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! রাত পেরোলেই উচ্চ মাধ্যমিকের ফলাফল। জীবনের অন্যতম বড় পরীক্ষার রেজাল্ট বেরোতে চলেছে আগামীকাল। উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ আগামীকাল। কীভাবে দেখা যাবে রেজাল্ট?
বুধবার বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করা হবে বিদ্যাসাগর ভবন থেকে। তারপর ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা জানতে পারবে তাঁদের রেজাল্ট। কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে?
- www.wbresults.nic.in
- www.wbchse.wb.gov.in.
- Indiaresults.in-
এই তিনটি অফিসিয়াল ওয়েবসাইট। নির্দিষ্ট নিয়ম মেনে এখান থেকেই জানা যাবে ফলাফল।
কী কী লাগবে রেজাল্ট জানার সময়?
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে WB HS রেজাল্টের লিংকে ক্লিক করতে হবে। সেখানে প্রয়োজনীয় রোল নম্বর এবং জন্ম তারিখ, রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।
এসএমএস এর মাধ্যমে কীভাবে জানবেন রেজাল্ট?
- WB12 ( space ) roll - পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ এই নম্বরে।
কবে থেকে পাওয়া যাবে রেজাল্ট?
- বুধবার ফল প্রকাশ হলেও রেজাল্ট মিলবে ৩১ তারিখ থেকে। স্কুল থেকেই সংগ্রহ করতে হবে মার্কশিট। সঙ্গে লাগবে অ্যাডমিট কার্ড।
এবছর পরীক্ষা দিয়েছিল প্রায় ৮ লক্ষের কাছাকাছি। পরীক্ষায় পাশ করতে গেলে পেতে হবে ৩৩% নম্বর।