/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/avik.jpg)
West Bengal 12th Result 2024: উচ্চ-মাধ্যমিকে প্রথম অভিক
West Bengal 12th Result 2024: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফলাফল। এবার ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ। পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর। আর এবার উচ্চ মাধ্যমিকে প্রথম অভীক দাস। আলিপুরদুয়ারের ম্যাক উইলিয়াম বিদ্যালয়ের ছাত্র সে। প্রাপ্ত নম্বর ৪৯৬।
এবারেই প্রথম না। মাধ্যমিকেও সে চতুর্থ স্থান অধিকার করে। শুধু তাই নয়, পড়ুয়া জানিয়েছেন, পঞ্চমের মধ্যে উচ্চ-মাধ্যমিকে থাকবেন এটা আশা করেছিলেন। প্রথম হয়ে তাঁর বেশ ভাল লাগছে। ভবিষ্যতে, অ্যাস্ট্রো ফিজিক্সের দিকে চূড়ান্ত ঝোঁক তাঁর। গবেষণা করে সেদিকেই তাঁর লক্ষ্য। বিজ্ঞানি হতে চায় সে।
কীভাবে পড়াশোনা করত সে?
পড়ুয়ার আশা অনুযায়ীই হয়েছে ফলাফল। সে জানায়, টেক্সট বই পড়ত সে। তাঁর পাশাপাশি করত টেস্ট পেপার। নির্দিষ্ট সময় না। বরং, তাঁর ইচ্ছে হলেই বই নিয়ে বসত সে। মুখস্থ বিদ্যা নয়। বরং, তাঁর পড়াশোনার ধরণ ছিল কনসেপ্টের ওপর। ভবিষ্যৎ পড়ুয়াদের উদ্দেশে বললেন, কনসেপ্ট ক্লিয়ার হলেই রেজাল্ট ভাল হবে।
পাশে দাঁড়িয়েছিলেন বাবা-মা। এও বললেন, "আমার সুখ দুঃখের সব সঙ্গী আমার বাবা-মা।" সবথেকে বেশি কৃতিত্ব তাদের-ই। এও বললেন, মাধ্যমিকের পর থেকেই নিয়ে নিয়েছিলেন উচ্চ-মাধ্যমিকের প্রস্তুতি।
উল্লেখ্য, অবশেষে ভোট-আবহে প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফলাফল। প্রতিবারের মতো এবারেও ৬৯ দিনের মাথায় ফল্প্রকাশ।