প্রকাশিত হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। তবে মেধাতালিকা প্রকাশিত হয়নি। প্রাপ্ত নম্বরের গড় ও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিকের বাতিল হয়ে যাওয়া বিষয়ে। জেলাতেও ফলাফল ভাল হয়েছে বলে জানিয়েছে সংসদ। ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী ফাস্ট ডিভিশন পেয়েছে।
WBCHSE Result 2020:
কোন কোন ওয়েবসাইটে জানা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল?
বিকেল ৪ টে থেকে নির্দিষ্ট ওয়েবসাইটে ( wbresults.nic.in) জানা যাচ্ছে ফলাফল। এসএমএসের মাধ্যমেও ফলাফল জানতে পাড়বে পড়ুয়ারা। ফলাফল জানতে রোল নম্বরের সঙ্গে রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে।
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে
www.wb.allresults.nic.in এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। এসএমএসে ফল জানতে টাইপ করতে হবে WB <রোল নম্বর> , পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এবার থেকে সংসদের অ্যাপেও জানা যাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল।
আরও পড়ুন- WBCHSE Higher Secondary 12th Results 2020 LIVE Updates: উচ্চমাধ্যমিকে অভূতপূর্ব ভাবে সফল কলকাতা
অনেক ক্ষেত্রে ওয়েবসাইট ডাউন হয়ে যায়, চটজলদি পরীক্ষার ফলাফল জানতে পারবেন যে সমস্ত ওয়েবসাইট থেকে – www.examresults.net, www.exametc.com, www.indiaresult.com, www.result.shiksha
wbchse Uchcha Madhyamik Result 2020, West Bengal 12th Result 2020
এছাড়াও আপনার মোবাইল নম্বরটি www.exametc.com এখানে আগাম রেজিস্টার করতে পারেন, এতে রেজাল্ট বেরনো মাত্রই এসএমএস পৌঁছে যাবে আপনার কাছে। তার জন্য প্রয়োজন মোবাইল নম্বর এবং রোল নম্বর। গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন West bengal board result বা www.result.shiksha অ্যাপ।