Advertisment

WBCHSE WB HS Result 2023: 'পড়াশোনাকেই প্যাশন করেছি', জানালেন প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সর্দার

WBCHSE WB Class 12th Result 2023 Live: বেলা ১২.৩০টা থেকে ওয়েবসাইটে জানা যাবে ফল।

author-image
IE Bangla Web Desk
New Update
wbchse result 2023 | wb hs result 2023 live | wb 12th result 2023

উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার।

WBCHSE West Bengal Board HS Result 2023 Live Updates: আজ, বুধবার ২৪ মে প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। বেলা ১২টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ করে উচ্চমাধ্যমিক শিক্ষাসংসদ। দুপুর ১২.৩০টা থেকে ওয়েবসাইটে জানা যায় ফল। ৩১ মে-র মধ্যে স্কুলে পৌঁছে যাবে মার্কশিট। এবছর প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। ৪৯৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছেন তিনি।

Advertisment

এ বছর ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের তরফে জানানো হয়েছিল এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে যেই সংখ্যাটা বেড়েছে ১ লক্ষেরও বেশি। এ বছর যাঁরা অফলাইনে উচ্চমাধ্যমিকে বসেছিলেন, তাঁরা মহামারীর কারণে মাধ্যমিকে বসতে পারেননি। কাজেই এটাই ছিল তাঁদের জীবনের প্রথম বোর্ড পরীক্ষা।

মাত্র ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ হল এবার। যা রীতিমতো রেকর্ড। এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাকে ছাপিয়ে গেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা। এবারও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে বেশি। এবছর পরীক্ষা দিয়েছেন ৮ লক্ষ ৫২ হাজারের কিছু বেশি। পাশের হার ৮৯.২৫ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৫ শতাংশ পাশের হার। এগারোটি জেলা পাশের হারে এগিয়ে। দশম স্থানে কলকাতা।

এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাশের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ। পাশের হারে মেয়েদের টেক্কা দিয়েছে ছেলেরা। প্রথম দশে ৮৭ জন পরীক্ষার্থী। হুগলি থেকেই ১৮ জন। কলকাতা থেকে মাত্র তিন জন মেধাতালিকায়। দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। তাঁরা পেয়েছেন ৪৯৫ নম্বর। তৃতীয় হয়েছেন তিনজন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা এবং আলিপুরদুয়ারের পিয়ালি দাস এবং বালুরঘাটের শ্রেয়া মল্লিক । তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪। মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের মেধাতালিকাতেও জেলার জয়জয়কার। কলকাতা ধারেকাছে নেই। উচ্চমাধ্যমিকে চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৪৯৩

কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে?

এই তিনটি অফিসিয়াল ওয়েবসাইট। নির্দিষ্ট নিয়ম মেনে এখান থেকেই জানা যাবে ফলাফল।

কী কী লাগবে রেজাল্ট জানার সময়?

অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে WB HS রেজাল্টের লিংকে ক্লিক করতে হবে। সেখানে প্রয়োজনীয় রোল নম্বর এবং জন্ম তারিখ, রেজিস্ট্রেশন নম্বর দিলেই জানা যাবে রেজাল্ট।

এসএমএস-এর মাধ্যমে কীভাবে জানবেন রেজাল্ট?

WB12 ( space ) roll – পাঠিয়ে দিতে হবে ৫৬৭৬৭৫০ বা ৫৮৮৮৮ এই নম্বরে।

  • May 24, 2023 14:39 IST
    যুগ্ম দ্বিতীয় দুজন

    দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁরা পেয়েছেন ৪৯৫ নম্বর।



  • May 24, 2023 13:48 IST
    পড়াশোনাই প্যাশন', ভবিষ্যতে অর্থনীতি নিয়ে পড়বেন প্রথম শুভ্রাংশু

    'পড়াশোনাকেই প্যাশন করেছি, ভবিষ্যতে অর্থনীতি নিয়ে পড়ব', জানালেন উচ্চমাধ্যমিকে প্রথম স্থানাধিকারী শুভ্রাংশু সর্দার। এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। পার্সেন্টেজ ৯৯.২।



  • May 24, 2023 13:32 IST
    ছেলেদের পাশের হার বেশি

    এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাশের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।



  • May 24, 2023 12:53 IST
    কিউ আর কোড ব্যবহার উচ্চমাধ্যমিকের খাতায়

    এই প্রথম বার উচ্চমাধ্যমিকের খাতায় ব্যবহার করা হয়েছে কিউ আর কোড। ডিজিটাল বিপ্লব শিক্ষা সংসদের।



  • May 24, 2023 12:52 IST
    যুগ্ম দ্বিতীয় দুজন

    দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সানা। তাঁরা পেয়েছেন ৪৯৫ নম্বর।



  • May 24, 2023 12:42 IST
    প্রথম দশে হুগলির দাপট

    হুগলি থেকে মেধাতালিকার প্রথম দশে ১৮ জন পরীক্ষার্থী। কলকাতা থেকে মাত্র ৩ জন।



  • May 24, 2023 12:41 IST
    প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার

    প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।



  • May 24, 2023 12:38 IST
    তৃতীয় হয়েছেন চারজন

    তৃতীয় হয়েছেন তিনজন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা এবং আলিপুরদুয়ারের পিয়ালি দাস এবং বালুরঘাটের শ্রেয়া মল্লিক । তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪



  • May 24, 2023 12:37 IST
    ৪৯৩ নম্বর পেয়ে চতুর্থ হয়েছেন দুজন

    উচ্চমাধ্যমিকে চতুর্থ বালুরঘাটের সৃজিতা বসাক, নরেন্দ্রপুরের নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৪৯৩



  • May 24, 2023 12:35 IST
    পরের বছর উচ্চমাধ্যমিক কবে ?

    পরের বছর উচ্চমাধ্যমিক শুরু ১৬ ফেব্রুয়ারি, শেষ ২৯ ফেব্রুয়ারি’



  • May 24, 2023 12:28 IST
    তৃতীয় হয়েছেন তিনজন

    তৃতীয় হয়েছেন তিনজন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা এবং আলিপুরদুয়ারের পিয়ালি দাস। তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪



  • May 24, 2023 12:28 IST
    উচ্চমাধ্যমিকেও জেলার জয়জয়কার

    মাধ্যমিকের মতো উচ্চমাধ্যমিকের মেধাতালিকাতেও জেলার জয়জয়কার। কলকাতা ধারেকাছে নেই।



  • May 24, 2023 12:27 IST
    যুগ্ম দ্বিতীয় দুজন

    দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁরা পেয়েছেন ৪৯৫ নম্বর।



  • May 24, 2023 12:27 IST
    তৃতীয় হয়েছেন চারজন

    তৃতীয় হয়েছেন তিনজন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা এবং আলিপুরদুয়ারের পিয়ালি দাস এবং বালুরঘাটের শ্রেয়া মল্লিক । তাঁদের প্রাপ্ত নম্বর ৪৯৪



  • May 24, 2023 12:25 IST
    যুগ্ম দ্বিতীয় দুজন

    দ্বিতীয় হয়েছেন বাঁকুড়ার সুষমা পাল এবং উত্তর দিনাজপুরের আবু সামা। তাঁরা পেয়েছেন ৪৯৫ নম্বর।



  • May 24, 2023 12:24 IST
    প্রথম হয়েছেন শুভ্রাংশু সরকার

    প্রথম হয়েছেন শুভ্রাংশু সরকার। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।



  • May 24, 2023 12:22 IST
    প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার

    প্রথম হয়েছেন শুভ্রাংশু সর্দার। ৪৯৬ নম্বর পেয়ে প্রথম নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।



  • May 24, 2023 12:21 IST
    প্রথম দশে ৮৭ জন পরীক্ষার্থী

    প্রথম দশে ৮৭ জন পরীক্ষার্থী। হুগলি থেকে ১৮ জন



  • May 24, 2023 12:20 IST
    ছেলেদের পাশের হার বেশি

    এবার পাশের হার ৮৯.২৫ শতাংশ। ছেলের পাশের হার ৯১.৮৬ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।



  • May 24, 2023 12:15 IST
    এবারও কলকাতা পিছিয়ে

    পাশের হারে দশম স্থানে রয়েছে কলকাতা।



  • May 24, 2023 12:15 IST
    পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

    পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। ৯৫.৭৫ শতাংশ পাশের হার। এগারোটি জেলা পাশের হারে এগিয়ে।



  • May 24, 2023 12:14 IST
    পাশের হার ৮৯.২৫ শতাংশ

    এবছর পরীক্ষা দিয়েছেন ৮ লক্ষ ৫২ হাজারের কিছু বেশি। পাশের হার ৮৯.২৫ শতাংশ।



  • May 24, 2023 12:12 IST
    এগিয়ে ছাত্রীদের সংখ্যা

    এবারও ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে বেশি।



  • May 24, 2023 12:09 IST
    ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ

    মাত্র ৫৭ দিনের মাথায় ফলপ্রকাশ হচ্ছে এবার। যা রীতিমতো রেকর্ড।



  • May 24, 2023 12:04 IST
    সংখ্যায় মাধ্যমিককে ছাপিয়ে গেছে উচ্চমাধ্যমিক

    এবার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যাকে ছাপিয়ে গেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা।



  • May 24, 2023 10:25 IST
    প্রথম দশজনের মেধাতালিক প্রকাশ করা হবে

    প্রথম দশ জনের মেধাতালিকা প্রকাশ করা হবে জানিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। মার্কশিট মিলবে ৩১ মে।



  • May 24, 2023 09:09 IST
    কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে?

  • http://www.wbresults.nic.in
  • http://www.wbchse.wb.gov.in.
  • Indiaresults.in-
  • এই তিনটি অফিসিয়াল ওয়েবসাইট। নির্দিষ্ট নিয়ম মেনে এখান থেকেই জানা যাবে ফলাফল।



  • May 24, 2023 09:08 IST
    সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিক দেন

    এ বছর ১৪ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদের তরফে জানানো হয়েছিল এবার পরীক্ষার্থীর সংখ্যা ৮ লক্ষ ৫৫ হাজার। গতবারের থেকে যেই সংখ্যাটা বেড়েছে ১ লক্ষেরও বেশি।



HS result Education West Bengal
Advertisment