West Bengal Uccha Madhyamik Result 2022 Updates: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল। এবছর পাশের হার ৮৮.৪৪ শতাংশ। ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কালিম্পং-সহ ৭ জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি। এবছর পরীক্ষা দিয়েছিলেন ৭,২০, ৮৬২ জন। ৬, ৩৬, ৮৭৫ পাশ করেছেন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৬.৯৮ শতাংশ।
এই ওয়েবসাইটগুলিতে লগ ইন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল জানতে পারবেন পড়ুয়ারা।
wbresults.nic.in
http://www.exametc.com
http://www.results.siksha
http://www.indianresults.com/select-state.htm
এছাড়াও পড়ুয়ারা মোবাইলে গুগুল প্লে-স্টোর থেকে WBCHSE Results 2022 অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন। সেই অ্যাপে নিজের রোল নম্বর দিয়ে জেনে নেওয়া যেতে পারে উচ্চ মাধ্যমিকের ফলাফল। এসএমএস পাঠানোর মাধ্যমেও জানা যাবে উচ্চ মাধ্যমিকের ফল। ছাত্রছাত্রীরা http://www.exametc.com-এই ওয়েবসাইটটি লগ ইন করে নিজের মোবাইল নম্বর ও রোল নম্বর দিয়ে রেজিস্টার করলেই তাঁর ফোনে চলে যাবে ফল। এছাড়াও WB12 লিখে একটা স্পেস দিয়ে রোল নম্বর লিখে পাঠিয়ে দিতে হবে ৫৬০৭০ অথবা ৫৬৭৬৭৫০ নম্বরে। তাহলেও মোবাইলেই চলে আসবে পরীক্ষার ফল।
উচ্চ মাধ্যমিকেও মেধাতালিকার শীর্ষে জেলার ছাত্রছাত্রীরা। ৪৯৮ পেয়ে প্রথম হয়েছেন কোচবিহারের দিনহাটা সোনি দেবী জৈন স্কুলের পড়ুয়া অদিশা দেবশর্মা। ৪৯৭ পেয়ে দ্বিতীয় হয়েছেন পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত। তৃতীয় স্থানে রয়েছেন ৪ জন। ৪৯৬ পেয়ে উচ্চ মাধ্যমিকে তৃতীয় পাঠভবনের রুহিন সেন, হুগলি কলেজিয়েট স্কুলের সোহম দাস, কাটোয়ার অভীক দাস ও পশ্চিম মেদিনীপুরের পরিচয় পারি।
৪৯৫ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থানে রয়েছেন ৭ জন। চতুর্থ সৌম্যদীপ মণ্ডল, প্রীতম মিদ্দা, অর্পিতা মণ্ডল, অনুষ্কা ভট্টাচার্য, তিতলি ব্যানার্জি, আনন্দ রূপা মুখার্জি ও নীতিশ কুমার হালদার। ৪৯৪ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকের পঞ্চম স্থানে রয়েছেন ১১ জন। পঞ্চম হয়েছেন চন্দ্র মণ্ডল, দেবাঙ্ক সাহা, সানা দাস, কোয়েল চক্রবর্তী, সোমনাথ পাল, প্রভাত দত্ত, কে এইচ মুসাইফ নাওয়াজ-সহ অনেকে। ৪৯৩ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছেন মোট ৩২ জন। ষষ্ঠ জিতেশ বসাক, অগ্নিক ভৌমিক, প্রণীত কুমার দাস-সহ মোট ৩২ জন।
৪৯২ নম্বর পেয়ে এবারের উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থানে রয়েছেন মোট ৩৭ জন। সপ্তম স্থানে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণপুরের অর্চিষ্মান মান্না। সপ্তম হয়েছেন হুগলি কলেজিয়েট স্কুলের অঙ্কিত ভর, উত্তর ২৪ পরগনার মৌমিতা বিশ্বাস, দক্ষিণ ২৪ পরগনার চন্দ্রিমা মণ্ডল-সহ মোট ৩৭ জন। এছাড়াও ৪৯১ নম্বর পেয়ে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন পড়ুয়া। ৪৯০ পেয়ে নবম স্থানে রয়েছেন ৫৪ জন। ৪৮৯ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে দশম স্থানে রয়েছেন মোট ৬৯ জন।
শুক্রবার এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণার পাশাপাশি আগামী বছরের পরীক্ষার দিনও ঘোষণা করেছে সংসদ। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ১৪ মার্চ থেকে। পরীক্ষা চলবে আগামী ২৭ মার্চ পর্যন্ত। পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা। এবারের মতো হোম সেন্টারে নয়, পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে আগের মতোই যেতে হবে অন্য স্কুলে।
উচ্চনাধ্যমিকের কৃতীদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা।
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে ১৪ মার্চ থেকে ২৭ মার্চ। পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা। এবারের মতো হোম সন্টারে নয়, পরাক্ষার্থীদের পরীক্ষা দিতে আগের মতোই যেতে হবে অন্য স্কুলে। শুক্রবার এই ঘোষণা করেছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
মেধাতালিকায় দশম স্থানাধিকারী ৬৯ জন। প্রাপ্ত নম্বর ৪৮৯। শতাংশের বিচারে যা ৯৭.৮ শতাংশ।
এবার উচ্চমাধ্যমিকে নবম হয়েছেন ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। শতাংশের বিচারে ৯৮ শতাংশ।
অষ্টম স্থানাধিকারী ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১।
সপ্তমস্থানে রয়েছেন ৩৭ জন পড়ুয়া। প্রাপ্ত নম্বর ৪৯২।
মেধাতালিকায় ষষ্ঠ হয়েছে ৩২ জন। পেয়েছেন ৪৯৩ নম্বর।
পঞ্চম স্থানাধিকারী ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪। এঁরা হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, ও কোচবিহারের পড়ুয়া।
চতুর্থ হয়েছে ৮ জন। এঁরা পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, কোচবিহার ও হুগলির পড়ুয়া।
এঁদের সবার প্রাপ্ত নম্বর ৪৯৫।
২০২২ উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছেন চার জন। রোহিন সেন, সোহন দাস, অভীক দাস ও পরিচয় পারি। এঁদের প্রাপ্ত নম্বর ৪৯৬।
উত্তমাধ্যমিকে দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদেব সামন্ত।
এবার উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে দিনহাটা শনিদেবী হাইস্কুলের অদিশা দেবশর্মা। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৮।
মেধা তালিকার প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ২৭২ জন। ১৪৪ জন ছেলে, ১২৮ জন মেয়ে।
দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়ায় জেলায় পাশের হার ৯০ শতাংশের বেশি।
এই বছর পরিক্ষার্থী সংখ্যা ৭ লাখ ৪৫ হাজার ৬৬ জন। পরীক্ষা দিয়েছিলেন ৭,২০,৮৬২ জন। পাশের হার ৬,৩৬,৮৭৫ জন। শতাংশের বিচারে এবার পাশ করেছেন ৮৮.৪৪ শতাংশ।
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ করছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।
পরীক্ষা শেষের ৪৪ দিনের মাথায় হচ্ছে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। এই প্রথম হোম-সেন্টারেই পরীক্ষা দিয়েছেন পরীক্ষার্থীরা।
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিকের ফল জানতে পারবেন। নিম্নলিখিত পদ্ধতিগুলি মেনে এবছরে রউচ্চ মাধ্যমিকের ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা।
বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, wbresults.nic.in-এ যান। হোমপেজ থেকে WB Board HS ফলাফল লিঙ্কে যান। লগইন উইন্ডোতে প্রয়োজনীয় তথ্যগুলি দিন। সাবমিট বোতাম টিপুন। স্ক্রিনে WBCHSE HS-এর ফলাফল দেখানো হবে। আপনার উচ্চ মাধ্যমিক বা WB 12-এর ফলের প্রিন্ট নিতে পারেন। ফলাফলটি সেভ করেও রাখতে পারেন। পড়ুন বিস্তারিত
দু'বছর পর এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়েছিল। সব কোভিড প্রোটোকল মেনে পরীক্ষাগুলি নেওয়া হয়েছিল। পরীক্ষাকেন্দ্রগুলিতেও কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে জোর দেওয়া হয়েছিল।
আজই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করার পরেই বিভিন্ন ওয়েবসাইটে লগ ইন করে অথবা এসএমএস-এর মাধ্যমেও পরীক্ষার ফল জানতে পারবেন পড়ুয়ারা। তবে স্কুল থেকে উচ্চ মাধ্যমিকের মর্কশিট মিলবে আগামী ২০ জুন।
আজ বেলা ১২টা থেকে এবছরের উচ্চ মাধ্যমিকের ফল অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন পড়ুয়ারা। তার আগে সাংবাদিক সম্মেলন করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষার ফল ও মেধাতালিকা প্রকাশ করবে।