West Bengal Joint Entrance Examinations 2019 to be Held on May 19: ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স (WBJEE) পরীক্ষা হবে ১৯ মে, ২০১৯। চলতি বছর ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া। WBJEE-তে আবেদনের শেষ তারিখ ২২ জানুযারি, ২০১৯। পরীক্ষার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.in এ গিয়ে এই সংক্রান্ত তথ্য জানতে পারবেন।
তিনটি ক্যাটাগরির ওপর দুটি পর্যায়ে চারঘণ্টার পরীক্ষা (পেন-পেপার মোড) হবে। বিষয় - ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক। পেপার ওয়ানের (অঙ্ক) পরীক্ষা হবে সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত, এবং দুপুর ২ টো থেকে বিকেল ৪ টে পর্যন্ত চলবে দ্বিতীয় পর্যায় অর্থাৎ পেপার টুয়ের পরীক্ষা (ফিজিক্স এবং কেমিস্ট্রি)। WBJEE-র ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৫ জুন, ২০১৯।
বয়সসীমা: ৩১ ডিসেম্বর, ২০১৯ অনুযায়ী পরীক্ষার্থীর বয়স হতে হবে নূন্যতম ১৭ বছর। এক্ষেত্রে বয়সের কোনও উর্ধ্বসীমা নেই।
যোগ্যতা: অঙ্ক এবং ফিজিক্স সহ দ্বাদশ শ্রেণি বা তার সমতুল পরীক্ষায় পাশ করতে হবে পরীক্ষার্থীকে। কেমিস্ট্রি/বায়োটেকনোলজি/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকতে হবে কম্পালসরি সাবজেক্ট হিসাবে এবং প্রতিটা বিষয়ে পাশ নম্বর থাকতে হবে (থিওরি এবং প্র্যাক্টিক্যাল উভয় বিষয়েই)। উপরে উল্লেখিত বিষয়গুলোতে অন্তত পক্ষে ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ৫ শতাংশ নম্বরে ছাড় দেওয়া হবে।
ইঞ্জিনিয়ারিং কোর্সে অ্যাডমিট কার্ডের জন্য ১০+২ প্যাটার্নে ফিজিক্স অঙ্ক এবং কেমিস্ট্রি/বায়োটেকনোলজি/কম্পিউটার সায়েন্স/কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে রেগুলার কোর্স শেষ করতে হবে।