West Bengal Joint Entrance Examination (WBJEE) 2020 exams preponed, may conduct in February রাজ্যের মত থাকলে ২ ফেবরুয়ারি থেকে শুরু হবে ইঞ্জিনিয়ারিং-এর এন্ট্রান্স পরীক্ষা, এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, জয়েন্ট এন্ট্রান্সের দিন ঠিক করা হয়েছিল ১৯ এপ্রিল, ২০২০। সম্প্রতি, বোর্ড রাজ্যের শিক্ষা দফতরের কাছে পরীক্ষা এগিয়ে আনার অনুমতি পত্র পেশ করেছে।
জানা যাচ্ছে, এ বিষয়ে জড়িত সব পক্ষের সঙ্গে ২০ আগস্টের বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন এগিয়ে নিয়ে আসার কথা উল্লেখ করেন। রাজ্যে ইঞ্জিনিয়ারিং কলেজগুলির অবস্থার কথা তুলে ধরেন তিনি। পার্থ বলেন, "রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে বহু আসন খালি যাচ্ছে। আগাম পরীক্ষা নিয়ে ফল ঘোষণা করলে জাতীয় স্তরের অন্যান্য পরীক্ষার আগেই রাজ্যের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে যাবে।”
WBJEE Exam Date 2020:
উল্লেখ্য, গত বছর ১৬,০০০ এবং এ বছর ২২,১৭৫ টি আসন খালি রয়েছে রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে। মন্ত্রীর মতে, বেশ কিছুটা সময় আগে পরীক্ষা এবং তার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে রাজ্যে ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের সংখ্যা বাড়বে। অন্য রাজ্যে সুযোগ পেয়ে চলে যাবারর সম্ভাবনাও কমতে পারে।
দেখা যাচ্ছে, নয়া শিক্ষাবর্ষে রাজ্যের ইঞ্জিয়ারিং কলেজে মোট ৬০ শতাংশ আসন খালি যায়। রেজিস্টার অফিসের তথ্য অনুযায়ী, তিনবার কাউন্সিলিং-এর পর ১০,৫২৫ ছাত্র ভর্তি হয়। এ বছর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগেও খালি রয়েছে ২০ শতাংশ আসন।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা বলেন, "ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স পরীক্ষা ফেব্রুয়ারি মাসে করার ভাবনা চিন্তা করা হয়েছে। বোর্ডের সিদ্ধান্তের কথা জানিয়ে রাজ্যের শিক্ষা দফতরে অনুমতি চাওয়া হয়েছে"। ইন্ডিয়ান এক্সপ্রেসকে চেয়ারম্যান জানিয়েছেন, ২ ফেব্রুয়ারি অর্থাৎ সেই মাসের প্রথম রবিবার এই পরীক্ষার দিন নির্ধারিত করার প্রস্তাব রাখা হয়েছে রাজ্যের কাছে।