আগামীকালই পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। WBJEE পরীক্ষা অনুষ্ঠিত হয়ে চলেছে সকাল ১১ টা থেকে বিকেল ৪টে। প্রথম পেপারের পরীক্ষা ১১টা ১টা। দ্বিতীয় পেপারের পরীক্ষা ২টো থেকে ৪টে। সময় একেবারেই কম, কী কী গাইডলাইন মানতে হবে পরীক্ষার্থীদের?
পরীক্ষার সুবিধার্থেই অফিসিয়াল ওয়েবসাইটের তরফে গাইডলাইন পেশ করা হয়েছে। Wbjee.nic.in থেকেই পাওয়া যাবে সেই তথ্য। এছাড়াও অ্যাডমিট কার্ডে দেওয়া হয়েছে সম্পূর্ন নিয়মাবলী, যেগুলি অবশ্যই মানতে হবে পরীক্ষার্থীদের।
- সময় মত হলে পৌঁছানো,
- সঠিক তথ্য এবং ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে,
- নির্দিষ্ট পোশাক সম্পর্কে বলা থাকলে সেটিই পড়তে হবে।
সময় :- পরীক্ষা শুরু হওয়ার কম করে ৩০ মিনিট আগেই হলে পৌছে যেতে হবে। একদম প্রথমেই সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে সময় লাগে বেশ কিছুক্ষণ। ১৫ মিনিট আগে সিটে বসে পড়তে হবে।
কী সঙ্গে নিয়ে যেতে হবে :- অ্যাডমিট কার্ডের কপি ( Admit Card ), কালার ছবি ( Color Photograph ), ফটো আইডেন্টিটি কার্ড সঙ্গেই আধার কার্ড ( Aadhar Card ), প্যান কার্ড ( Pan Card ), পাসপোর্ট ( Passport ), ভোটার কার্ড ( Voter Card ), দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড ( 10th Admit Card ) এবং স্কুলের আইডি কার্ড নিয়ে যেতে হবে। এবং যদি নির্দিষ্ট করে কিছু লেখা থাকে অ্যাডমিট কার্ডে সেটাও রাখতে হবে সঙ্গে।
ড্রেস কোড :- সেরকম ভাবে কিছু বলা না থাকলেও অবশ্যই নিজেদের সুবিধা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকই পড়তে হবে।
এছাড়াও পরীক্ষাকেন্দ্রে কোভিড ১৯ সংক্রান্ত সমস্ত নিয়ম, দুরত্ববিধি মেনে চলা হবে বলেই নির্দেশ মিলেছে।