scorecardresearch

WBJEE Result 2023 Declared: রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, প্রথম মহম্মদ সাহিল আখতার, দ্বিতীয় সোহম দাস

WBJEE 2023 Result Out: চলতি বছর ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (WBJEE) হয়েছিল।

WBJEE Result 2023 Declared | WBJEE Result 2023 | WBJEE 2023 Result Out
WBJEE ফলাফল 2023 ঘোষণা করা হয়েছে

West Bengal JEE Result Declared: প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। দুপুর আড়াইটেয় সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করেন পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারপার্সন মলয়েন্দু সাহা। এবছর ২৬ দিনের মাথায় ফলপ্রকাশ হল। প্রথম হয়েছেন মহম্মদ সাহিল আখতার। দ্বিতীয় হয়েছেন সোহম দাস। দুজনেই রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের ছাত্র।

তৃতীয় হয়েছেন সারা মুখোপাধ্যায়। তিনি বাঁকুড়া বাংলা বিদ্যালয়ের ছাত্রী। চতুর্থ হয়েছেন সৌহ্রার্দ্য দণ্ডপাট। তিনি মেদিনীপুর কলেজিয়েট স্কুলের ছাত্র। পঞ্চম হয়েছেন অয়ন গোস্বামী, তিনি দুর্গাপুরের হেমশীলা মডেল স্কুলের ছাত্র। ষষ্ঠস্থানে রয়েছেন অরিত্র অম্বুধ দত্ত। তিনি সোদপুর নারায়ণা স্কুলের ছাত্র। জয়েন্টে সফল ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর সফল পরীক্ষার্থীদের মধ্যে ৫৩ শতাংশই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে পড়েছেন। সফলদের মধ্যে প্রায় ২৮ শতাংশ মেয়ে।

চলতি বছর ৩০ এপ্রিল জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা (WBJEE) হয়েছিল। এবার ১.২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। মোট ৩০৬টি কেন্দ্রে পরীক্ষা হয়েছিল। সেগুলির মধ্যে ৩০৩টি কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে। একটি ছিল অসমে। দুটি ছিল ত্রিপুরায়। বিকেল ৪টে থেকে বোর্ডের ওয়েবসাইটে মিলবে ব়্যাঙ্ক কার্ড। সেখানে প্রাপ্ত নম্বর, জিএমআর, পিএমআর জানতে পারবেন পড়ুয়ারা। 

আরও পড়ুন WBCHSE HS Result 2023 Declared: দিনে চার ঘণ্টা পড়েই উচ্চমাধ্যমিকে প্রথম, কোন বিষয়ে ঝোঁক শুভ্রাংশুর?

‘র‍্যাঙ্ক কার্ড’ ডাউনলোডের জন্য আরও দেড় ঘণ্টা অপেক্ষা করতে হবে পরীক্ষার্থীদের। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রাস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট http://www.wbjeeb.nic.in এবং http://www.wbjeeb.in থেকে তাঁরা রেজাল্ট দেখতে পারবেন।

জয়েন্টে সফল পড়ুয়াদের মধ্যে ৫১ হাজার ৩৪৫ জন উচ্চ মাধ্যমিক বোর্ডের। আইএসসি পরীক্ষার্থী ২ হাজার ১৪২ জন। সিবিএসই পরীক্ষার্থী ২৮ হাজার ২৭ জন। বাকি বোর্ড থেকে জয়েন্ট দিয়েছিলেন ১৫ হাজার ৩৯২ জন।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: Wbjee 2023 results declared