জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনবদল, ২৩শে এপ্রিলের পরীক্ষা হতে চলেছে ৩০শে এপ্রিল। Wbjee এর অফিসিয়াল সাইট অনুযায়ী পুনরায় পরীক্ষার দিনবদল প্রসঙ্গে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন বদলের ভিত্তিতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
সাইটে আরও জানান হয়েছে, পরীক্ষার অ্যাডমিট কার্ড পাওয়া যাবে ২৫শে এপ্রিল থেকে। অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পরীক্ষার্থীদের নিতে হবে এই কার্ড।
কীভাবে ডাউনলোড করা যাবে এই কার্ড?
অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সাইন ইন করতে হবে রেজিস্ট্রার্ড অ্যাপ্লিকেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দ্বারা।
সেখানেই আসবে অ্যাডমিট কার্ড লিংক, ক্লিক করলেই ডাউনলোড হবে।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অ্যাডমিট কার্ডে নাম, এবং ব্যক্তিগত সবকিছুই মিলিয়ে দেখে নিতে বলা হয়েছে। যদি কোনও ভুল আসে তবে কর্তৃপক্ষের সঙ্গে ১৮০০-১০২৩-৭৮১ অথবা ১৮০০-৩৪৫০-০৫০ এই নম্বরে যোগাযোগ করতে হবে, তারা সমস্ত সাহায্য করবেন। আগের মতই ওএমআর শিট - এ পরীক্ষা হবে।
এর আগেও বহুবার দিনবদল হয়েছে পরীক্ষার, কখনও উপনির্বাচন আবার কখনও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সঙ্গে তারিখ মিলে যাওয়াতেই সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এতবার দিন পরিবর্তনে ছাত্রদের মধ্যে দেখা যাচ্ছে অসন্তোষ, আদৌ পরীক্ষা হবে কিনা সেই নিয়েও সন্দেহ রয়েছে তাদের। উচ্চ মাধ্যমিক পরীক্ষা সঙ্গে সঙ্গেই জয়েন্টের প্রস্তুতিও নিতে হয় তাদের, ফলেই অসুবিধের শিকার হচ্ছে তাঁরা।