Advertisment

WBJEE Result 2020 Today Live Updates, www.wbjeeb.nic.in: রাজ্য জয়েন্টে প্রথম সৌরদীপ, জেনে নিন মেধাতালিকা

West Bengal WBJEE Result 2020 Live Updates:যে যে ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানা যাবে তা হল, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in।

author-image
IE Bangla Web Desk
New Update
wbjee result 2020, wbjee result live

wbjee result 2020, wbjee result live

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল। করোনা পরিস্থিতিতে পরীক্ষা হওয়ার ছয় মাস পর ঘোষিত হল ফলাফল।  সাধারণত পরীক্ষা নেওয়ার এক মাসের মধ্যেই রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকার ফলাফল প্রকাশ করে দেয়। আজ বেলা ১ টায় সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্সের সেরার তালিকা ঘোষণা করা হয়। দুপুর ২.৩০ পর ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল।

Advertisment

WBJEE 2020 Result, Scorecard Latest Updates:

চলতি সপ্তাহে বোর্ড জানিয়েছে, শুক্রবার ২০২০ সালের রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের সামগ্রিক ফলাফল জানার পাশাপাশি Rank কার্ডও ডাউনলোড করতে পারবেন। এবার অনলাইনে ফল প্রকাশের পর অনলাইনেই কাউন্সেলিং হবে।

যে যে ওয়েবসাইটে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল জানা যাবে,  তা হল, www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in

Live Blog

WBJEE Result 2020 Today Live Updates, www.wbjeeb.nic.in,: রাজ্য জয়েন্টের ফলাফল সংক্রান্ত যাবতীয় খবর এক নজরে   (Read the full story in English)














13:39 (IST)07 Aug 20





















কবে থেকে কাউন্সিলিং শুরু হবে?

সম্ভবত ১২ আগস্ট থেকে শুরু হবে কাউন্সিলিং পর্ব। 

13:38 (IST)07 Aug 20





















প্রত্যেক দফাতেই রেজিস্ট্রেশন করতে পারবে

পূর্বে একবারই রেজিস্ট্রেশন করা হত। পরবর্তীকালে অনেকে ইচ্ছা থাকলেও ভর্তি হতে পারতেন না। এবছর সেই সমস্যা হবে না। 

13:36 (IST)07 Aug 20





















দশ জনের মেধাতালিকা প্রকাশ করেছে বোর্ড

প্রথম - সৌরদ্বীপ দাস (দেওঘর)দ্বিতীয়- শুভম ঘোষ (দূর্গাপুর)তৃতীয়- শ্রীমন্তি দে (রুবি পার্ক)চতুর্থ- উত্্সব বসু ( কলকাতা )পঞ্চম- পুর্নেন্দু সেন (দূর্গাপুর)ষষ্ঠ- অঙ্কুর ভৌমিক (কলকাতা)সপ্তম-সোহম সমাদ্দার (সল্টলেক)অষ্টম- অরিত্র দত্ত (বেহালা)নবম- গৈরিক মাসকারা দশম - অর্ক দত্ত

13:28 (IST)07 Aug 20





















জয়েন্ট এন্ট্রান্সে প্রথম

জয়েন্টে প্রথম সৌরদ্বীপ দাস, রামকৃষ্ণ দেওঘর ঝাড়খন্ড থেকে পড়াশোনা করেছে। 

13:26 (IST)07 Aug 20





















পাশের হার

পশ্চিম বঙ্গে পাশের হার ৭১ শতাংশ, বাইরের রাজ্যে পাশের হার ২৯ শতাংশ।

13:21 (IST)07 Aug 20





















টোল ফ্রি নম্বর

কাউন্সিলিং সম্পর্কিত বিশেষ জিজ্ঞাসা থাকলে  টোল ফ্রি নম্বরে ১৮০০-১০২৩-৭৮১, ১৮০০-৩৪৫০-০৫০ ফোন করে জানতে পারে। 

13:13 (IST)07 Aug 20





















রেজিস্ট্রেশন ফি....

যারা Rank করবে তাদের রেজিস্ট্রেশন ফি দিতে হবে না। ১৭২৮৮ টি কমন সার্ভিস সেন্টারে গিয়ে বিনামূল্যে সহজে রেজিস্ট্রেশন, ডকুমেন্টেশন করতে পারবে।  

13:10 (IST)07 Aug 20





















এ বছরের কাউন্সিলিং পদ্ধতি কী হবে ?

পুনর্গঠিত হয়েছে রাজ্যের কাউন্সিলিং পদ্ধতি। গত পাঁচ মাস ধরে এই  কাউন্সিলিং পদ্ধতি তৈরি করা হয়েছে। এবছর সরকারি ইঞ্জিনিয়ারিং ফার্মেসি কলেজের সংখ্যা ১০ টা ২০৫৩ টি আসন। বেসরকারি কলেজ ৮৬টি ২৮৪৯৩ টি আসন। সরকারি বিশ্ববিদ্যালয়, ১১টি ২২৮৩ টি আসন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৯ টি ২০৬২ টি  আসন । মোট আসন সংখ্যা ৩৪৮৯১ টি। 

কোথাও যেতে হবে না। কোনও কলেজে উপস্থিত হতে হবে না। বাড়ি থেকেই করা যাবে কাউন্সিলিং। আগামী সপ্তাহ থেকে কাউন্সিলিং পর্ব শুরু। 

13:04 (IST)07 Aug 20





















ফলাফল জানবেন কী করে?

ফলাফল জানতে শিক্ষার্থীদের wbjeeb.nic.in- এ ক্লিক করতে হবে। রোল নম্বর নথিভুক্ত করা হবে। ফলাফল স্ক্রিনে দেখা যাবে। 

10:23 (IST)07 Aug 20





















আজ রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল

আজ বেলা ১ টায় সাংবাদিক সম্মেলনে জয়েন্ট এন্ট্রান্সের সেরার তালিকা ঘোষণা করা হবে। দুপুর ২.৩০ পর ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। এবছর ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করেছেন ৮৮,৮০০ জন। উল্লেখ্য, ইদানীং রাজ্যে প্রত্যেক বছরই ইঞ্জিনিয়ারিং-এ আসন ৬০ থেকে ৭০ শতাংশ খালি থেকে যাচ্ছে।  মূলত রাজ্যে পরীক্ষা দেরিতে হওয়ার কারণে  ভর্তির সময়সীমা অনেকটাই পিছিয়ে যাচ্ছিল। কাজেই, বিপুল সংখ্যক আসন খালি থেকে যাচ্ছিল বলে একাধিক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষের তরফে অভিযোগ উঠে আসছিল। সে জন্যই এবার গতবারের তুলনায় অনেকটাই আগে জয়েন্ট বোর্ড ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষা নেয়।
JEE Main
Advertisment