কে বলেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভাল ফলাফল করা পড়ুয়াদের আর পরবর্তীতে খুঁজে পাওয়া যায় না? উচ্চ মাধ্যমিকে প্রথম অভিক দাস সমস্ত কথাই যে মিথ্যে লাগাতার প্রমাণ করে গেলেন।
পড়ুয়া আলিপুরদুয়ারের ছাত্র। মাধ্যমিকেও মেরিট লিস্টে স্থান ছিল তাঁর। আর এবার তো, উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছিলেন। কিন্তু বাদ পড়লেন না জয়েন্ট এন্ট্রান্স রেজাল্টের র্যাংক থেকেও। পড়ুয়া WBJEE-তে সপ্তম স্থানে রয়েছেন। আর এটাই যে তাঁর আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে তিনি সাফ জানিয়েছেন।
শুধু রাজ্য নয় সর্বভারতীয় স্তরের পরীক্ষার ফলেও তাঁর বেশ ভাল। নিট পরীক্ষা হোক কিংবা জয়েন্ট মেইনস অথবা JEE অ্যাডভান্স - কামাল করেছেন অভিক। নিট পরীক্ষায় কৃতী ছাত্রের প্রাপ্ত নম্বর ৭২০ এর মধ্যে ৭০৫। পড়ুয়া আগেই জানিয়েছিলেন, সাইন্স নিয়ে পড়লেও তাঁর ইচ্ছে একটাই, অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে গবেষণা করা।
আরও পড়ুন WBJEE Results 2024: জয়েন্টে জয়জয়কার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের, প্রথম বাঁকুড়ার কিংশুক পাত্র
আর তাঁর পরিবার সূত্রে খবর, জয়েন্ট মেইন্স এ যে নম্বর তিনি পেয়েছেন, তাঁর ভিত্তিতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সে অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে সে ভর্তি হয়ে গিয়েছে সে। পড়ুয়া কী জানালেন নিজের প্রস্তুতি প্রসঙ্গে?
সেই মাধ্যমিক থেকে লাগাতার ভাল ফল করে চলেছে সে। তাঁর কথায়, রাজ্যস্তরের পরীক্ষা ভাল হতে গেলে সর্বভারতীয় স্তরের প্রস্তুতি আরও কঠোর হতে হয়। সে কারণেই দুটোর প্রিপারেশন ভাল হওয়াই জরুরি।