Advertisment

WBJEE 2022 Results: জয়েন্টের ফলপ্রকাশের দিন ঘোষণা, কবে কীভাবে দেখা যাবে রেজাল্ট?

উচ্চ মাধ্যমিকের পরেই জয়েন্টের ফলপ্রকাশের বিজ্ঞপ্তি, জেনে নিন বিস্তারিত

author-image
IE Bangla Web Desk
New Update
WBJEE_ west bengal joint result 2022

ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফলপ্রকাশ

উচ্চ মাধ্যমিকের পরেই ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফল প্রকাশের ঘোষণা। আজই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই ঘোষণা করেছে WBJEE। জেনে নিন বিস্তারিত।

Advertisment

উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের দুদিনের মধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জয়েন্ট এন্ট্রান্স কর্তৃপক্ষ। আগামী ১৭ই জুন, ২০২২ বিকেল ৪টে থেকে দেখা যাবে রেজাল্ট। নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট জানতে পারবে। নিজেদের অ্যাডমিট কার্ডের নম্বর মারফত মেরিট লিস্ট কিংব রাঙ্কিং অর্ডার বোঝা যাবে।

নির্ধারিত ওয়েবসাইট গুলি হল :-

www.wbjeeb.nic.in

www.wbjeeb.in  - এই দুই ওয়েবসাইট থেকেই জানা যাবে ফলাফল।

publive-image

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, ইঞ্জিনিয়ারিং / আর্কিটেকচার/ ফার্মেসির এই কোর্সগুলোতে ভর্তি হওয়া যাবে। নিজেদের র‍্যাঙ্ক কার্ড অবশ্যই ডাউনলোড করতে হবে।

এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষার কারণে বারবার দিনবদল হয় জয়েন্টের। এমনকি অন্যান্য পরীক্ষার সঙ্গে তাল মিলিয়েও এর দিন পরিবর্তন করা হয়। অল ইন্ডিয়া জয়েন্ট সম্পর্কিত কোনও বিজ্ঞপ্তি এখনও না থাকলেও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ফল প্রকাশ খুব অল্প দিনের মধ্যেই হতে চলেছে।

Education West Bengal WBJEE 2022
Advertisment