/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/Soumyadip-Saha.jpg)
উচ্চ মাধ্যমিকে দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী পড়ুয়া সৌম্যদীপ সাহা।
West Bengal 12th Result 2024: প্রকাশিত এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। সেই ফলাফলে দেখা যাচ্ছে, দ্বিতীয় হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী পড়ুয়া সৌম্যদীপ সাহা। খুশির খবর পেয়ে যথারীতি অভিভূত এই পড়ুয়া।
সংবাদমাধ্যমকে তিনি জানান, 'এক থেকে দশের মধ্যে থাকব ভেবেছিলাম। কিন্তু দ্বিতীয় হব এটা আশা করতে পারিনি। নিজেকে নিয়ন্ত্রণ করতে অসুবিধা হচ্ছে। স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা হয়েছে। স্ট্য়াটিস্টিক্সে নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাই।'
কোনওদিন ঘড়ি ধরে পড়াশোনা করেননি সৌম্যদীপ। ভাল লাগার জন্য পড়াশোনা করেন। পড়াশোনাটাকে কোনওদিন বোঝা হতে দেননি। বাহন করেছেন। বরাবরই পরিশ্রমে বিশ্বাস করেন। পড়াশোনাতেও পরিশ্রম করেছেন। তার ফল পেলেন উচ্চ মাধ্যমিকে।
পড়াশোনার বাইরে আবৃত্তি খুব ভাল লাগে সৌম্যদীপের। পেশা না হলেও এটা নেশা বলেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কৃতী পড়ুয়া। ভবিষ্যতে একজন পরিসংখ্যানবিদ বা স্ট্যাটিস্টিশিয়ান হতে চান সৌম্যদীপ। তাঁর স্বপ্ন Indian Statistical Institute-যোগ দেওয়ার।
কিন্তু সবাই যখন ডাক্তার-ইঞ্জিনিয়ার হতে চান সেখানে কেন সৌম্যদীপের ইচ্ছা পরিসংখ্যানবিদ হওয়ার। তা নিয়ে সৌম্যদীপের ব্যাখ্যা, 'সবাই যদি ডাক্তার হয়ে যায় তাহলে রুগী কে হবে? রাজ্যের বর্তমান শিক্ষা দুর্নীতি, বা চাকরিপ্রার্থীদের আন্দোলন নিয়ে প্রশ্ন করা হলে সৌম্যদীপের সাফ জবাব, রাজনীতি নিয়ে আমার আগ্রহ নেই, জ্ঞানও রাখি না। তাই এই নিয়ে কোনও মন্তব্য করতে পারব না।'