পরীক্ষার হলে ছাত্রছাত্রীদের সামনেই এবার থেকে মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) তরফে। পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি জানিয়েছেন, “২০১৯ থেকে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার হলেই খুলবেন পরীক্ষকরা, নির্দিষ্ট সময়ের আগে শিক্ষক শিক্ষিকারা প্রশ্নপত্রের প্যাকেট ছুঁতেও পারবেন না"।
চলতি নিয়ম অনুযায়ী, প্রশ্নপত্রের প্যাকেট স্কুলের স্ট্রং-রুমে পৌঁছে যেত। এরপর নির্ধারিত সময়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও আধিকারিকদের সামনে প্রশ্নপত্রের প্যাকেট খুলতেন প্রধান শিক্ষক। সেখান থেকে প্রশ্নপত্র চলে যেত পরীক্ষার হলে। তবে সেই নিয়মই বদলে যাবে আগামী বছর থেকে। উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরেই প্রশ্নপত্র ফাঁস নিয়ে একাধিক অভিযোগ উঠেছে। সে জন্যই এমন পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: IGNOU Exam 2018: পিছিয়ে গেল ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা
২০১৮ সালের মাধ্যমিকে নির্দিষ্ট সময়ের ৩৫ মিনিট আগেই মাধ্যমিকের প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলেন জলপাইগুড়ি স্কুলের প্রধান শিক্ষক। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। এই ঘটনায় সাসপেন্ড করা হয় তাঁকে। ২০১৭-তেও হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। তবে পরে বোর্ডের তরফে জানানো হয়, ওই প্রশ্নপত্র ভুয়ো ছিল।
কল্যাণময় গাঙ্গুলি এ দিন বলেন, স্থানীয় থানার পুলিশ আধিকারিক, জেলা প্রশাসনের ভারপ্রাপ্ত ব্যক্তি এবং পর্ষদের কর্মীরা পরীক্ষার কেন্দ্রের প্রধানের সঙ্গে বৈঠক করে এই নয়া বিধি কার্যকর বিষয়টি সুনিশ্চিত করবে। তিনি আরও জানান, পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী গুনে গুনে প্রশ্নপত্র পাঠানো হবে পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতেই পরীক্ষার্থীর সঠিক সংখ্যা জানার এবং তাদের সামনে প্রশ্নপত্রের প্যাকেট খোলার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
Read the full story in English