পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রায় দুই কোটিরও বেশি মাধ্যমিকের উত্তরপত্র দেখার কাজ শেষ করে ফেলেছে। লকডাউনের পরে পরবর্তী মূল্যায়নের কাজ শুরু হবে বলে ইন্ডিয়ানেক্সপ্রেস ডটকমকে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গাঙ্গুলি ।
এদিন কল্যাণময়বাবু বলেন, “খাতা দেখার পরবর্তী প্রক্রিয়া শেষ হতে এক মাস সময় লাগবে। কাজেই, আগস্টের মধ্যে ফলাফল ঘোষণা করা যেতে পারে বলে আপাতত মনে করছি"। প্রসঙ্গত ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শেষ হয়।
এদিকে, উচ্চমাধ্যমিকের দুটি বিষয়ের পরীক্ষা বাকি রয়েছে। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন জুনের পরে বাকি থাকা পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৫ মার্চ থেকে লকডাউন জারি হওয়ার কারণে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বাকি দুটি পরীক্ষা নিতে পারেনি।
সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া মারফত, শিক্ষামন্ত্রী জানিয়েছেন লকডাউন প্রত্যাহারের পর বিশ্ববিদ্যালয় গুলিকে নতুন একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী আগামী দিনের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সেই মোতাবেক তারা তাদের ক্লাস শুরু করতে পারে। উল্লেখ্য, লকডাউন ওঠার এক মাস পর থেকেই কার্যকর হবে নতুন একাডেমিক ক্যালেন্ডার।