/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/Madhyamik-WBBSE-Exam-Result.jpg)
নির্বাচনী মাসেই প্রকাশিত হবে ফলাফল
২১ মে প্রকাশিত হবে ২০১৯ এর মাধ্যমিকের ফলাফল। সকাল ১০ টার পর ফলাফল জানা যাবে ওয়েবসাইটে। এদিন সকাল নটায় মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠকে ফলাফল ঘোষণা করবে।
মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ তরফে জানানো হয়েছিল , “মে মাস অবধি চলবে ১৭ তম লোকসভা নির্বাচন। যার ফলে সে সময় মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা যাবে না। আগামী শিক্ষাবর্ষে জুন থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে ভর্তির কথা মাথায় রেখে পর্ষদ জুনের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করার চেষ্টা করবে।” কিন্তু নির্বাচনের ফলাফলের আগেই ২১ মে মাধ্যমিকের ফলাফল প্রকাশ করার কথা ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২ জুনের মধ্যে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। সম্ভাব্য দিন ৩১, ১, ২ জুন।
প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ২৩ মে।
২২ ফেব্রুয়ারি শেষ হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০.৬৬ লক্ষ।
কীভাবে জানা যাবে মাধ্যমিকের ফলাফল
পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।
গত বছর ১০ জুন প্রকাশিত হয়েছিল মাধ্যমিকের ফলাফল। এবছর প্রশ্ন ফাঁস রুখতে সুরক্ষা ব্যবস্থা বর্ধিত করা হয়েছিল পর্ষদের তরফ থেকে। পরীক্ষা হলে ফোন নিয়ে যাওয়ার অনুমতি ছিল না কারোরই, এমনকি পরিদর্শকদেরও নয়। তবু পরীক্ষা শুরু হওয়ার আধঘণ্টার মধ্যে হোয়াটসঅ্যাপে ঘুরে বেরিয়েছে প্রশ্নপত্র। টানা সাত দিনই প্রশ্নপত্র পাচার হওয়ার বেনজির ঘটনাটি ঘটেছে এ বছর।