Advertisment

West Bengal Board (WBBSE) Madhyamik 10th result 2021: মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রীর

West Bengal Board of Secondary Exam Class 10th Result 2021: একইসঙ্গে তিনি সমস্ত অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Madhyamik 2021 Results

সফল মাধ্যমিক পরীক্ষার্থীদের উল্লাস স্কুলের বাইরে। এক্সপ্রেস ফটো- শশী ঘোষ

West Bengal Board (WBBSE) Madhyamik 10th result 2021: সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি সমস্ত অভিভাবক, শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

Advertisment

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরের বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আগামী বছরের দিনক্ষণ নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি পর্ষদ।

প্রকাশিত হল এবছরের মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদ সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করে। করোনা অতিমারীর জন্য এবছর পরীক্ষা বাতিল হয়। নবম শ্রেণির মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ।

সকাল দশটার পর থেকে পর্ষদের ৪৯টি ক্যাম্প থেকে মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট বিতরণ হবে। কোনও মেধাতালিকা প্রকাশ হচ্ছে না এবার। এ বছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০ জন।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

  • Jul 20, 2021 15:34 IST
    মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

    সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীকে তাদের সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন এবং ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।



  • Jul 20, 2021 11:32 IST
    করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত

    করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই পরের বছরের মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত, জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি



  • Jul 20, 2021 11:31 IST
    বিষয়ভিত্তিক গ্রেড ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মোট নম্বর ও গ্রেড জানতে পারছে পরীক্ষার্থীরা

    এবছর বিষয়ভিত্তিক গ্রেড ও প্রাপ্ত নম্বরের সঙ্গে মোট নম্বর ও গ্রেড জানতে পারছে পরীক্ষার্থীরা।



  • Jul 20, 2021 10:46 IST
    আগামী বছর মাধ্যমিক নিয়ে সিদ্ধান্ত হয়নি

    আগামী বছর মাধ্যমিক পরীক্ষা কবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানাল মধ্যশিক্ষা পর্ষদ



  • Jul 20, 2021 10:15 IST
    ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবছর বেশি

    ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা এবছর বেশি, জানাল মধ্যশিক্ষা পর্ষদ।



  • Jul 20, 2021 10:14 IST
    রেকর্ড সংখ্যক ফার্স্ট ডিভিশন

    ৯০ শতাংশ পরীক্ষার্থী প্রথম ডিভিশনে উত্তীর্ণ, পর্ষদ সূত্রে খবর।



  • Jul 20, 2021 09:49 IST
    অভিভাবকরা স্কুল থেকে মার্কশিট নিতে পারবেন

    আজই স্কুল থেকে মার্কশিট প্রদান। তবে পর্ষদের নির্দেশ অনুযায়ী, শুধুমাত্র অভিভাবকরা স্কুলে এসে মার্কশিট নিতে পারবেন। করোনা বিধির জন্য পড়ুয়াদের মার্কশিট নেওয়ার অনুমতি দেয়নি পর্ষদ।



  • Jul 20, 2021 09:47 IST
    কীভাবে এবারের মাধ্যমিকের মূল্যায়ণ?

    পর্ষদ জানিয়েছে, নবম শ্রেণির মার্কশিট এবং দশমের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে এবছর মাধ্যমিকের ফল প্রকাশ। ৫০-৫০ শতাংশ হারে মার্কশিটে মূল্যায়ণ হয়েছে। দুটোকেই সমান গুরুত্ব দিয়ে মার্কশিট প্রদান করা হচ্ছে। যদি এই মূল্যায়ণ পছন্দ না হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর বসা যাবে পরীক্ষায়। পরীক্ষা দেওয়ার পর সেই রেজাল্টই চূড়ান্ত বলে বিবেচিত হবে বলে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।



  • Jul 20, 2021 09:42 IST
    সকাল দশটার পর থেকে ওয়েবসাইটে রেজাল্ট

    সকাল দশটার পর থেকে wbbse.wb.gov.in এবং wbresults.nic.in এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে পরীক্ষার্থীরা।



  • Jul 20, 2021 09:36 IST
    এবছর উত্তীর্ণ ১০০ শতাংশ পরীক্ষার্থী

    ইতিহাস গড়ে এবছর উত্তীর্ণ ১০০ শতাংশ পরীক্ষার্থী, সাংবাদিক বৈঠকে জানালেন পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।



  • Jul 20, 2021 09:34 IST
    সর্বোচ্চ নম্বর ৬৯৭

    সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭, পেয়েছে ৭৯ জন।



  • Jul 20, 2021 09:33 IST
    রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী

    এ বছর মোট পরীক্ষার্থী ১০ লক্ষ ৭৯ হাজার ৭৫০ জন।



  • Jul 20, 2021 09:24 IST

    কোনও মেধাতালিকা প্রকাশ হচ্ছে না এবার।



  • Jul 20, 2021 09:24 IST
    সকাল দশটার পর থেকে মার্কশিট বিতরণ

    সকাল দশটার পর থেকে পর্ষদের ৪৯টি ক্যাম্প থেকে মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট বিতরণ হবে।



madhyamik result Madhyamik 2021
Advertisment