Advertisment

উচ্চমাধ্যমিকে নয়া রেকর্ড, মেধাতালিকায় ১৩৭ পরীক্ষার্থী

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী। যা সংসদের ইতিহাসে প্রথম বলে দাবি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের।

author-image
IE Bangla Web Desk
New Update
hs result 2019, উচ্চমাধ্যমিকের ফল

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ছবি: অরুণিমা কর্মকার।

West Bengal Class 12th Result 2019: উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবার নয়া রেকর্ড সামনে এল। এবার উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় রয়েছে ১৩৭ জন পরীক্ষার্থী। যা সংসদের ইতিহাসে প্রথম বলে দাবি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাসের। এ বছর উচ্চমাধ্যমিকে যুগ্ম প্রথম হয়েছে শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ। দু’জনের প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.০৬ শতাংশ। দু’জনই বিজ্ঞান বিভাগের ছাত্র। শোভন বীরভূমর বাসিন্দা, রাজর্ষি কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র। উচ্চমাধ্যমিক পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছে রাকেশ দে। রাকেশের প্রাপ্ত নম্বর ৪৯২। রাকেশ বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা। মেধাতালিকায় রাকেশ চতুর্থ স্থানে রয়েছে। উচ্চমাধ্যমিকে এবার পাশের হার ৮৬.২৯ শতাংশ, গত বছর ছিল ৮৩.৭৫ শতাংশ। ছেলেদের ৮৭.৪৪ শতাংশ, মেয়েদের পাশের হার ৮৫.৩০ শতাংশ। পাশের হারের নিরিখে প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর, দ্বিতীয় স্থানে কলকাতা, তৃতীয় পশ্চিম মেদিনীপুর।

Advertisment

আরও পড়ুন: WBCHSE 12th Result 2019 Live: উচ্চমাধ্যমিকে যুগ্ম প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ

একনজরে জেনে নিন, এ বছর উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় কারা রয়েছে...

* উচ্চমাধ্যমিকে যুগ্ম প্রথম হয়েছে শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মণ। দু’জনের প্রাপ্ত নম্বর ৪৯৮, ৯৯.০৬ শতাংশ। দু’জনই বিজ্ঞান বিভাগের ছাত্র। শোভন বীরভূমর বাসিন্দা, রাজর্ষি কোচবিহার জেনকিন্স স্কুলের ছাত্র। Read the interview of West Bengal HS topper Shovan Mandal here in English

* উচ্চমাধ্যমিকে দ্বিতীয় সংযুক্তা বসু, তন্ময় মাইকাপ (বাজকুল, পূর্ব মেদিনীপুর), স্বর্ণদীপ সাহা(দিনহাটা স্কুল), ঋতম নাথ(কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল), অনাতপ মিত্র(জেনকিন্স স্কুল, কোচবিহার), মাসুম আখতার(সুন্দরবন), সকলের প্রাপ্ত নম্বর ৪৯৬। সংযুক্তা মেয়েদের মধ্যে প্রথম।

* উচ্চমাধ্যমিকে তৃতীয় হয়েছে বর্ণালী ঘোষ (হুগলি, নবগ্রাম), মৃন্ময় মণ্ডল (গোবরডাঙা), সুপ্রিয় শীল(হুগলি), সুপ্রিয় চক্রবর্তী( বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল), এদের প্রাপ্ত নম্বর ৪৯৪।

* উচ্চমাধ্যমিকে চতুর্থ হয়েছে রাকেশ দে (সাঁইথিয়া টাউন স্কুল, বীরভূম), মহাকাশ রক্ষিত (বাঁকুড়া জেলা স্কুল), অতিচ্ছা সাহা( জেনকিন্স স্কুল, কোচবিহার), শ্রমণ জানা (অরবিন্দ বিদ্যামন্দির, হুগলি), শ্রেয়শ্রী সরকার (টাকি হাউস মাল্টিপারপাস, কলকাতা), কমল দাস (ত্রিবেণী, হুগলি)। এদের সকলের প্রাপ্ত নম্বর ৪৯২। কলা বিভাদে রাকেশ প্রথম।

* উচ্চমাধ্যমিকে পঞ্চম স্থানাধিকারীরা হল, অভিজিৎ সাহু (পশ্চিম মেদিনীপুর), রত্নদীপ সেন (বাঁকুড়া), সৌরভ কবরী (পশ্চিম মেদিনীপুর), তীর্থরাজ রায় (মুর্শিদাবাদ), শীর্ষেন্দু ঘোষ (বীরভূম), পুষ্পেন্দু খাঁ (বর্ধমান), সূর্যতপ বসু (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), সাগর সরকার( ইসলামপুর স্কুল), সত্যম কর, (যাদবপুর বিদ্যাপীঠ), প্রত্যয় দে (মুর্শিদাবাদ), বীরেশ্বর ঘোষ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), সহিতাগ্নি চক্রবর্তী (রহড়া), অনির্বাণ খাঁড়া (রামনগর), অর্ক দাস (সারদা বিদ্যাপীঠ, দক্ষিণ ২৪ পরগনা)। সকলের প্রাপ্ত নম্বর ৪৯১।

hs result 2019, উচ্চমাধ্যমিকের ফল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস। ছবি: অরুণিমা কর্মকার।

* উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থানে রয়েছে পল্লব ঘোষ (পাঠভবন, কলকাতা), কিরণ মণ্ডল (বাগনান, হাওড়া), মোজাম্মেল হক (বাঁকুড়া), স্বর্ণজিৎ পোদ্দার (বরানগর নরেন্দ্রনাথ বিদ্যামন্দির), অর্পণ দাস (হাওড়া), তিতলি মুখোপাধ্যায় (হুগলি), সপ্তর্ষি রায় (মালদা, গাজোল), সৌম্য সামন্ত (নবনালন্দা, কলকাতা), ধ্রুব মিত্র (হুগলি), স্নিগ্ধা বর্ধন (বীরভূম), অত্রী বিশ্বাস (কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল), শঙ্খদীপ বেরা (পূর্ব মেদিনীপুর), অর্ধেন্দু মৌলি ঘোষ (মেমারি), স্বর্ণেন্দু পাল( নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), ময়ূখ মালি দাস (নবনালন্দা, কলকাতা), সায়ন বন্দ্যোপাধ্যায় (উত্তর ২৪ পরগনা)। সকলের প্রাপ্ত নম্বর ৪৯০।

* ৪৮৯ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে সপ্তম হয়েছে সুনয়ন সরকার (আরামবাগ), সাফিদা খাতুন ( হাওড়া), সৈকত বেরা (হুগলি), স্বপ্নময় গঙ্গোপাধ্যায় (হেয়ার স্কুল, কলকাতা), ইন্দ্রনীল রায় (মাথাভাঙা, কোচবিহার), সায়ন্তন মুখোপুাধ্যায় (বাঁকুড়া জেলা স্কুল), রাজীব হাজরা (বোলপুর), শুভ্রশঙ্কর দত্ত (কন্টাই স্কুল), অয়ন মজুমদার (জলপাইগুড়ি), রূপম দে (কোচবিহার), মৈনাক মান্না (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন) সৃজিতা দাস ( পূর্ব মেদিনীপুর), দেবরূপ সিনহা (সেন্ট লরেন্স, কলকাতা), সৌতম ভট্টাচার্য (হুগলি)।

* ৪৮৮ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে অষ্টম হয়েছে সৌম্যদীপ পায়রা (কলকাতা), গৌরব সিং (বাঁকুড়া), ঋষিত ঘোষ (উত্তর ২৪ পরগনা), কুন্তল দাস (হাওড়া), নব্যেন্দু ঘটক (আরামবাগ), রাতুল সামন্ত (এগরা), নীলমণি সাহা (মুর্শিদাবাদ), সৃজিতা ঘোষ (বেথুন কলেজিয়েট স্কুল, কলকাতা), শুভদীপ নন্দী (বাঁকুড়া), নৌরিন খাতুন (মালদা), দেবজ্যোতি পাল (বর্ধমান), শুভম মাইতি (পূর্ব মেদিনীপুর), স্বপ্ননীল সেন (ফালাকাটা), দেবপ্রিয় শীল (হুগলি), মধুরিমা দত্ত (কালিয়াগঞ্জ), অয়ন চক্রবর্তী (কল্যাণী), আদিত্য বসু, কাজী ফৈয়াজ আহমেদ (হাওড়া), সায়ন্তন সাহা (হুগলি), অভিজিৎ গুপ্ত (ময়নাগুড়ি), মৌলিন্দ কুন্ডু (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), ঋদ্ধিমান বিশ্বাস (কলকাতা), সাইনি আলম (রায়গঞ্জ), সৌমিক সরকার (রামকৃষ্ণ মিশন, মালদা), শ্রেয়া দাস (বর্ধমান)।

* উচ্চমাধ্যমিকে নবম হয়েছে ঈশিতা চট্টোপাধ্যায় ( বাঁকুড়া), ঈশিতা পাণ্ডা (ঝাড়গ্রাম), দিশিকা মান্না (পূর্ব মেদিনীপুর), সায়ন পান (রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর), শুভম পাল (ইসলামপুর), ঋতপ্রিয় প্রধান (ঝাড়গ্রাম) সোমা সাহা (মালদা), কৌস্তুভ চক্রবর্তী (মেদিনীপুর), প্রিয়া মুরলী (হুগলি), সূর্যতপা সাঁতরা (পূর্ব মেদিনীপুর), মৈনাক জানা (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন), অস্মিতা চট্টোপাধ্যায় (পুরুলিয়া), প্রীতিলতা রাজবংশী (রায়গঞ্জ), সৌম্যদীপ খাঁ(উত্তর ২৪ পরগনা), সুমন মাহাত (পশ্চিম মেদিনীপুর), সোমলগ্না চট্টোপাধ্যায় (শ্রীরামপুর), হৈমন্তিকা কর্মকার (উত্তর দিনাজপুর), অনিকেত ঘোষ (শিলিগুড়ি), দেবমিত্রা দাস (সিঙ্গুর), মানসপ্রতীম বিশ্বাস (নদিয়া), নিলয় চক্রবর্তী (রহড়া), তৃষিতা হাসান (সুনিতা অ্যাকাডেমি, কোচবিহার), লক্ষ্মীপ্রিয়া পতি (বাঁকুড়া) , আয়ুষ পণ্ডিত (উত্তর ২৪ পরগনা)। সকলের প্রাপ্ত নম্বর ৪৮৭।

* ৪৮৬ নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে দশম হয়েছে কমল সাহা (জ্ঞানভারতী বিদ্যাপীঠ, কলকাতা), কোমাল সিং (কলকাতা), সাগর চন্দ (বর্ধমান মিউনিসিপ্যাল স্কুল), শ্রেয়া সরকার (আলিপুরদুয়ার), ধ্রুব নন্দি (কলকাতা), অর্পণ বন্দ্যোপাধ্যায় (বাঁকুড়া), দীপপ্রকাশ বসু (বরানগর), সুনন্দা মণ্ডল (বর্ধমান), আর্যু সুলতানা (চাঁচল, মালদা), ঋতজিৎ সেন (কলকাতা), প্রণবিত্রা মণ্ডল (রামপুরহাট), অনুপম পাল (পূর্ব মেদিনীপুর), সুশোভন দাস (কলকাতা), রম্যজিৎ সরকার (বাঁকুড়া), অগ্নিভ দাস (হাওড়া), অনন্যা সিনহা (জলপাইগুড়ি), সুভাষ পাল (কোচবিহার), অয়নীল নন্দী (উত্তর ২৪ পরগনা), আরবিন্দ পাঁজা (পশ্চিম মেদিনীপুর), দীপ্তেশ পাল (বীরভূম), প্রিয়া দে (শিলিগুড়ি), মাফুজা খান (কলকাতা), অদ্রিদেব মণ্ডল (উত্তর ২৪ পরগনা), শ্রীবন্তি সাহা (কোচবিহার), অর্পিতা মৃধা (তমলুক), দেবজ্যোতি মাঝি (তারকেশ্বর হাইস্কুল, হুগলি)। উচ্চমাধ্যমিকে কমার্স বিভাগে এবার প্রথম হয়েছে কমল সাহা ও কোমাল সিং।

HS result WBCHSE kolkata news
Advertisment