west bengal at rank one in education : বাংলার মুকুটে নয়া পালক, শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ | Indian Express Bangla

বাংলার মুকুটে নয়া পালক, শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ

শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুকুটে নয়া পালক, শিক্ষাক্ষেত্রে শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ

আবারও নয়া পালক পশ্চিমবঙ্গের মুকুটে। শিক্ষাস্তরে সবার আগে এগিয়ে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সমীক্ষায় শীর্ষে এই রাজ্য। শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মৌলিক সংখ্যার মানদণ্ডে দেশের তথা বিশ্বস্তরে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। রাজ্যের শিক্ষার জয়জয়কার। বাকি সকল রাজ্যকে টেক্কা বাংলার। গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করলে লিখলেন, ছাত্রছাত্রীদের পারফরমেন্সের ভিত্তিতে এই রাজ্যের স্থান শীর্ষে। আমি গর্বিত এই সাফল্যে। কেন্দ্রীয় সরকারের শিক্ষা মন্ত্রকের দ্বারাই এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গবেষণা পরিচালনা করেছিল NCERT। রাজ্যের পড়ুয়াদের সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী। আরও লিখলেন, সমস্ত পড়ুয়া – শিক্ষক এবং অভিভাবকদের শুভেচ্ছা জানাই। শ্রেষ্ঠত্বের সঙ্গে আমাদের প্রচেষ্টা চলতে থাকুক। এর আগেও শিক্ষা ক্ষেত্রে রাজ্যের অসাধারণ সাফল্যে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাফল্যে দুই শিক্ষাঙ্গনের সকলকেই কুর্নিশ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। NIRF এর বিচারে এই দুই প্রতিষ্ঠানকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়।

Stay updated with the latest news headlines and all the latest Education news download Indian Express Bengali App.

Web Title: West bengal education at the number one in performance rank

Next Story
পড়ুয়াদের অ্যাডমিট কার্ডে মোদী-ধোনির ছবি! লজ্জায় মাথা হেঁট নামী বিশ্ববিদ্যালয়ের