রাজ্য জুড়ে পাঁচটি নতুন মেডিক্যাল কলেজ তৈরির পরিকল্পনা গ্রহন করেছে সরকার। সূত্রের খবর, আগামী বছর ডায়মন্ড হারবার, পুরুলিয়া, রামপুরহাট, রায়গঞ্জ এবং কোচবিহার, এই পাঁচটি জায়গায় তৈরি হবে এই মেডিক্যাল কলেজগুলি।
এ বিষয়ে স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, "এই মেডিক্যাল কলেজগুলো তৈরি হলে, মেডিক্যালের স্নাতক স্তরে প্রায় ৫০০টি নতুন আসন পাবেন পড়ুয়ারা।" উল্লেখ্য, রাজ্যে এখন প্রায় ২,৬০০টি মেডিক্যালের আসন রয়েছে। সূত্রের খবর, নতুন এই মেডিক্যাল কলেজের প্রতিটিতে ১০০ টি করে আসন থাকবে।
আরও পড়ুন: চালু হলো ভারতের প্রথম রেলওয়ে বিশ্ববিদ্যালয়
ইতিমধ্যেই পরিকাঠামোগত কিছু কাজ শেষ হয়ে গিয়েছে, পাশাপাশি মেডিক্য়াল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যের একটি দলও হাসপাতালগুলিতে পরিদর্শনে গিয়েছেন। মেডিক্যাল কাউন্সিলের ছাড়পত্র মিললেই এই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।
জানা গিয়েছে, আরও চারটি মেডিক্যাল কলেজ নির্মাণের কাজও শীঘ্রই শুরু হবে। কলেজগুলি হবে ঝাড়গ্রাম, তমলুক (পূর্ব মেদিনীপুর), বারাসাত (উত্তর ২৪ পরগণা) এবং আরামবাগে (হুগলি)। প্রসঙ্গত, এর আগে নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা, এবং পুরনো মেডিক্যাল কলেজেগুলির উন্নতিকরণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্য জুড়ে ৪০টি সুপারস্পেশ্যালিটি হাসপাতাল তৈরির কথাও জানিয়েছিলেন তিনি।
Read the full story in English