Advertisment

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উদযাপন নিয়ে ইউজিসি-র সঙ্গে সংঘাতে রাজ্য

‘‘কেন্দ্র আমাদের সঙ্গে কোনও কথা বলেনি এবং আমাদের অন্ধকারে রেখেছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং জাতীয় মঞ্জুরি কমিশন অধিকাংশ সিদ্ধান্তই নিচ্ছে আমাদের সঙ্গে কোনও কথা না বলেই।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Due to busy schedule in upcoming election, cant go in cbi office, Partha sent letter to cbi

পার্থ চট্টোপাধ্যায়

কেন্দ্রের সঙ্গে আরও একবার সংঘাতে জড়াল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবারের ইস্যু ইউজিসি-র জারি করা এক নির্দেশিকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ৩১ অক্টোবর সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবসকে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে উদযাপন করার নির্দেশিকা জারি করেছে।

Advertisment

রাজ্যের শিক্ষামন্ত্রী বলেছেন, এনডিএ সরকার জাতীয় নেতাদের রাজনীতিতে জড়িয়ে তাঁদের অবদান খাটো করছেন।

আরও পড়ুন, তামিলনাড়ুর বিজেপি সভানেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ আদালতের

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘কেন্দ্র আমাদের সঙ্গে কোনও কথা বলেনি এবং আমাদের অন্ধকারে রেখেছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক এবং জাতীয় মঞ্জুরি কমিশন অধিকাংশ সিদ্ধান্তই নিচ্ছে আমাদের সঙ্গে কোনও কথা না বলেই। জাতীয় নেতাদের প্রতি আমরা যথেষ্ট শ্রদ্ধাশীল কিন্তু ইউজিসি আমাদের নির্দেশ দিতে পারে না যে আমরা কাকে আমরা শ্রদ্ধা জানাব বা কীভাবে আমরা শ্রদ্ধা জানাব। ইউজিসি কীভাবে রাজ্য সরকারকে অন্ধকারে রেখে রাজ্য বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের এ ব্যাপারে নির্দেশ দিতে পারে? এই নির্দেশিকা মানা হবে কি না তা উপাচার্যরাই ঠিক করবেন।’’

গত ২২ অক্টোবর একটি নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। সেখানে ইউজিসি বিশ্ববিদ্যালয় এবং অনুমোদিত কলেজগুলিকে সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মদিবস উপলক্ষে সংশ্লিষ্ট বিষয়ের উপরে কুইজ, বিতর্ক এবং প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে বলে।

কেন্দ্রের এই ভূমিকার সমালোচনা করে পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ‘‘বিজেপি জাতীয় নেতাদের রাজনীতিতে টেনে এনে তাঁদের অবদান ছোট করছে।’’

partha chatterjee UGC
Advertisment