/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/tbse2.jpg)
West Bengal Higher Secondary 12th Result 2025: প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল।
West Bengal Higher Secondary 12th Result 2025: প্রকাশিত উচ্চ মাধ্যমিকের ফল। দুপুর ২টো থেকে ওয়েবসাইটে ফল জানা যাবে। পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় ফল প্রকাশ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের। এবছর গত ৩ মার্চ থেকে ১৮ মার্চ পর্যন্ত হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) -এর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ। উচ্চমাধ্যমিকে মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ওই জেলায় ৯৫.৭৫ শতাংশ পড়ুয়া উচ্চমাধ্যমিকে পাশ করেছে। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা (৯৩.৫৩ শতাংশ)। উচ্চমাধ্যমিকে পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৯৩.৪৩ শতাংশ)।
উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম ১০-এ রয়েছেন ৭২ জন কৃতী ছাত্র-ছাত্রী। উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের বর্ধমানের রূপায়ন পাল। রূপায়নের প্রাপ্ত নম্বর ৪৯৭। উচ্চমাধ্যমিকে দ্বিতীয় কোচবিহারের তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৯৬। সাংবাদিক বৈঠকে এদিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, করোনার সময় তিন বছর বাদ দিলে গত ১০ বছরে সেরা ফলাফল হয়েছে এই বছর।
উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগে এবার পাশের হার সবচেয়ে বেশি। বিজ্ঞান বিভাগে ৯৯.৪৬ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। উচ্চমাধ্যমিকে এ বছর বাণিজ্য বিভাগের পাশের হার ৯৭.৫২ শতাংশ। কলা বিভাগে এই পাশের হার ৮৮.২৫ শতাংশ। উচ্চ মাধ্যমিকে পাশের হারে মেয়েদের টেক্কা ছেলেদের। উচ্চ মাধ্যমিকে সার্বিকভাবেই পাশের হারে এগিয়ে রয়েছেন ছাত্ররা। ৯২%-এরও বেশি ছাত্র উচ্চ মাধ্যমিকে পাশ করেছেন। মেয়েদের মধ্যে পাশের হার ৮৮ শতাংশের কিছু বেশি।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে, এই বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ লক্ষ ৭৩ হাজার ৯১৯ জন। পরীক্ষার হলে মোবাইল নিয়ে যে পড়ুয়ারা ধরা পড়েছিলেন তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। বার্ষিক ব্যবস্থায় এই বছরই শেষ উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে। আগামী বছর থেকে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক শুরু। এই বছর পরীক্ষা শেষের ৫০ দিনের মাথায় উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ।