Advertisment

উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে কলকাতার স্রোতাশ্রী রায় সহ আরও তিন জন, জেনে নিন মেধাতালিকা

প্রাপ্ত নম্বরের গড় ও স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়ণের ভিত্তিতে নম্বর দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিকের বাতিল হয়ে যাওয়া বিষয়ে। জেলাতেও ফলাফল ভাল হয়েছে বলে জানিয়েছে সংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রতীকী ছবি

উচ্চমাধ্যমিকে প্রথম হয়েছে কলকাতার স্রোতাশ্রী রায়, বাঁকুড়ার গৌরব মন্ডল, অর্পণ মন্ডল, হুগলির ঐক্য ব্যানার্জি। এই চারজনের প্রাপ্ত নম্বর ৪৯৯। ৪৯৮ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে নয় জন। ৪৯৭ পেয়ে তৃতীয় স্থান করেছে ১৩ জন। মেধাতালিকায় রয়েছে ১৩০ জনের নাম।

Advertisment

জানা গিয়েছে , স্রোতাশ্রী রায় শাখাওয়ার মেমোরিয়াল গর্ভমেন্ট গার্ল্স হাইস্কুলের ছাত্রী। গৌরব মন্ডল বরজোড়া হাইস্কুলের ছাত্র। অর্পণ মন্ডল কেন্দুয়াদীহি হাইস্কুলের ছাত্র। ঐক্য ব্যানার্জি হুগলি কলেজিয়েট স্কুলের ছাত্র।

কলকাতা থেকে দ্বিতীয় স্থানে রয়েছে গৌরব মাইতি যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের ছাত্র, নিলাভয্য দাস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, দেবার্ঘ চক্রবর্তী বঁনগা হাইস্কুল, জয় মন্ডল রায়গঞ্জ করোনেশন হাইস্কুল, রিয়া দত্ত ওন্ডা হাই স্কুল, রৌনক সাহা নব নালন্দা শান্তিনিকেতন হাইস্কুল, মহম্মদ তালহা মুক্তারপুর হাইস্কুল, সৌগত সরকার বালুরঘাট হাইস্কুল, অনিক জানা রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন,

৪৯৭ পেয়ে তৃতীয় স্থানে রয়েছে কলকাতার সৈকত দাস নব নালন্দা হাই স্কুল,রাহুল মজুমদার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, সারণ্য ঘোষ বর্ধমান বিদ্যার্থীভবন গার্লস হাইস্কুল, শীর্ষেন্দু সাহা সাতগাছিয়া হাই স্কুল, সায়নী মহাপাত্র কাজলাগর এম এসবি সি এম হাইস্কুল, মীরা দেবশর্মা তরঙ্গপুর এন কে হাইস্কুল, শিল্পা দত্ত ওন্ডা হাইস্কুল, রূপ সিংহাবাবু সিমলা পাল মদনপুর হাই স্কুল, মৌ দাস মাহান্ত সিমলা পাল মদনপুর হাই স্কুল, সায়ন চক্রবর্তী চাঙডোবা হাইস্কুল, স্বরজিত্্ ধর চুঁচুড়া দেশবন্ধু মেমোরিয়াল হাইস্কুল, তপদ্বীপ ঘোষ ভাস্তারা জজনেশ্বর হাইস্কুল, প্রথম সাহা চৌধুরি শ্রী অরবিন্দ বিদ্যামন্দির, দিব্যজ্যোতি ভট্টাচার্য্য বালুর ঘাট হাই স্কুল, তানিশা বসাক বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়।

Advertisment