/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/03/madhyamik.jpg)
শনিবার থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক
২ এপ্রিল, শনিবার থেকেই শুরু এবছরের উচ্চমাধ্যমিক। করোনা আতঙ্ক কাটিয়ে দুবছর পর হতে চলেছে পরীক্ষা। আর শেষ মুহূর্তেই বড় ঘোষণা শিক্ষা সংসদের, এই প্রথম নিজের স্কুলেই পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে। অর্থাৎ ছাত্র-ছাত্রীদের পরীক্ষা দিতে অন্য স্কুলে যেতে হবে না।
স্কুলশিক্ষা দফতরের প্রধান সচিব মণীশ জৈন এবং সমস্ত জেলার আধিকারিক তথা রাজ্য প্রশাসনের সকলেই যথেষ্ট তৎপর রয়েছেন গোটা বিষয়ে। এদিন শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের জন্য সবরকম ব্যবস্থা করা হবে। সতর্কতা এবং সচেতনতা মেনেই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষকদের ওপর যথেষ্ট আস্থা রয়েছে সকলের। তারা নিজেদের দায়িত্ব সম্পন্ন করবেন বলেই আশা করা যায়। প্রতিবছর প্রশ্নপত্র ফাঁস এবং টোকাটুকি নিয়েই যথেষ্ট শোরগোল হয়, এবার সেই ঝুঁকি এড়াতেই পরীক্ষার হলঘরে নানা ব্যাবস্থা মোতায়েন করা হয়েছে। ক্লাসে গার্ডে থাকবেন দুজন করে শিক্ষক বা শিক্ষিকা। পরীক্ষায় অসদ উপায় অবলম্বন করলেই শিক্ষার্থী এবং স্কুল উভয়ের উদ্দেশ্যেই কড়া ব্যাবস্থা নেওয়া হবে। বেশ কিছু স্পর্শকাতর স্কুলে থাকছে সি সি টিভি ক্যামেরা।
পরীক্ষার্থীদের প্রশ্নপত্র নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই, সবদিক বিবেচনা করেই মূল্যায়ন করা হবে। তাদের স্বার্থে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষা কেন্দ্রে পুলিশ ছাড়া কোনও প্রশ্নপত্র পাঠানো হবে না। অতিরিক্ত নিরাপত্তার স্বার্থেই প্রতিটি পরীক্ষাকেন্দ্রে থাকবেন সরকারি আধিকারিক। এবছরের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী সংখ্যা ৭ লক্ষ ৪৫ হাজার। ছাত্রদের তুলনায় ছাত্রী এবছর বেশি।
আরও পড়ুন ফের দিনবদল জয়েন্ট এন্ট্রান্সের, কবে থেকে পাওয়া যাবে অ্যাডমিট কার্ড?
এর আগেও বহুবার দিন বদল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষার। উপনির্বাচন এবং জয়েন্ট পরীক্ষার কারণেই বার বার দিনবদল হতে থাকে। অবশেষে শনিবার অর্থাৎ ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে পরীক্ষা। শেষ হবে ২৭শে এপ্রিল।