Advertisment

WBCHSE HS Result 2019 Date and Time: উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের দিন ঘোষণা করল সংসদ

West Bengal wbchse uchcha Madhyamik Result 2019, WB Board 12th Result 2019 Date and Time: বেলা ১১ টা থেকে ফলাফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যেমে।

author-image
IE Bangla Web Desk
New Update
WBCHSE 12th Class Result 2019, West Bengal HS Result 2019

সোমবার প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিকের ফল

West Bengal HS Class 12th Result 2019 Date, Time: লোকসভা নির্বাচনের ভোটগণনার চারদিন পর অর্থাৎ ২৭ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হবে। বেলা ১১ টা থেকে ফলাফল জানা যাবে ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যেমে।

Advertisment

ওই দিনই স্কুল থেকে হাতে মার্কশিট পাবে পড়ুয়ারা। প্রসঙ্গত, এবার থেকে মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপেও জানা যাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল।

গত বছর কলা বিভাগের ছাত্র হয়ে রেকর্ড নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে প্রথম হল গ্রন্থন সেনগুপ্ত। প্রাপ্ত নম্বর ছিল তার ৪৯৬ ।

চলতি বছর ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ১৩ মার্চ শেষ হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা।

কীভাবে জানা যাবে উচ্চমাধ্যমিকের ফলাফল

পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবে www.wbbse.org, www.wb.allresults.nic.in (এখনও চালু হয়নি), এবং www,examresults.net ওয়েবসাইটে। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে। WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে।

এদিকে ২১ মে প্রকাশ হবে ২০১৯ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন মধ্যশিক্ষা পর্ষদ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে কৃতী ছাত্রছাত্রীর নাম। সকাল ১০টা থেকে পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইট থেকে (wbbse.org, wbresults.nic.in) জানা যাবে ফলাফল। এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন পড়ুয়ারা।

Read the full story in English

Advertisment